কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৬:৫৬ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

বিবাদ ভুলে এক হচ্ছে ২ শক্তিশালী মুসলিম দেশ

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। ছবি : সংগৃহীত
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। ছবি : সংগৃহীত

নিজেদের মধ্যকার বিবাদ ভুলে ঐক্যবদ্ধ হচ্ছে মুসলিম বিশ্বের দুই শক্তিশালী দেশ ইরান ও পাকিস্তান। দুই দেশের সরকার দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রদূত পাঠিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ নিজ নিজ রাষ্ট্রদূতকে তাদের কর্মস্থলে পাঠাবে। ২৬ জানুয়ারি তারা নিজেদের কর্মস্থলে ফিরবেন। পাশাপাশি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির আমন্ত্রণে ২৯ জানুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ইসলামাবাদ সফর করবেন। ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গেল ১৬ জানুয়ারি পাকিস্তানি ভূ-খণ্ড বেলুচিস্তান প্রদেশে আশ্রয় গ্রহণকারী জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান। এতে দুই দেশে হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনার জেরে পাকিস্তান তেহরানে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে পাকিস্তানে ঢুকতে নিষেধ করে। কার্যত ইরানের সঙ্গে পূর্ণ মাত্রার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান।

আকস্মিক এসব ঘটনায় ইরান ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। গাজা উপত্যকায় ইসরাইলের অভিযানের মধ্যে দুই মুসলিম দেশের এই উত্তেজনা আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে। কিন্তু শেষ পর্যন্ত ইরান ও পাকিস্তান দ্রুত আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

এর আগে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র সচিব সৈয়দ রসুল মৌসাভি মাইক্রো ব্লগিং সাইটে এক্সে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, দুই দেশের বিদ্যমান উত্তেজনা সমাধানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ আশ্রয়স্থল। দুই দেশের নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তারাও জানেন যে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা থেকে শুধু সন্ত্রাসী ও শত্রুরা লাভবান হবে।

তার ওই পোস্টের জবাব দেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব রহিম হায়াত কোরেশি। তিনি তার ইরানের পররাষ্ট্র সচিবকে ‘প্রিয় ভাই’ হিসেবে অভিহিত করে বলেন, পাকিস্তান-ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ইতিবাচক আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানে দুই দেশকে এগিয়ে যেতে হবে। আপস

ইরান ও পাকিস্তানের ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এসব অঞ্চলে আইনের প্রয়োগ খুব কম। সীমান্তে চোরাকারবারি এবং জঙ্গিরা অবাধে দুই দেশের মধ্যে যাতায়াত করে। আফগানিস্তান থেকে বিশ্বব্যাপী আফিম পরিবহনের জন্যও এই রুটটি গুরুত্বপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্প / জবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন ড. আব্দুস শাহীদ

সামুদ্রিক নিরাপত্তা নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের বৈঠক

সাংবাদিকদের ওপর হঠাৎ কেন ক্ষুব্ধ সোহেল রানা

‘তৌহিদি জনতার’ সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৪

ভূমিকম্প ঝুঁকি / গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

তরুণদের নিয়ে প্লাস্টিকমুক্ত ভবিষ্যৎ গড়ার অভিযানে ‘তারুণ্যের উৎসব ২০২৫’

না ফেরার দেশে সাবেক খেলোয়াড় ও আম্পায়ার

সময় বাড়ল রিটার্ন দাখিলের, দেবেন যেভাবে

জাতিসংঘ-বাংলাদেশ-মালদ্বীপের সমন্বিত উদ্যোগে অভিবাসী কল্যাণে নতুন সম্ভাবনা

১০

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

১১

বুলবুলকে ‘বাংলার এরদোয়ান’ বললেন সাদিক কায়েম

১২

ফেনীকে নতুন করে গড়তে চাই, সুযোগ দিন : মঞ্জু

১৩

৪৭তম বিসিএস / শাহবাগে পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

১৪

ভূমিকম্পে এক ভবনে হেলে গেল আরেকটি ভবন, এলাকায় আতঙ্ক

১৫

যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিশ্ববাজারে বড় বিপদে ভারত

১৬

‘আয়ারল্যান্ডকে অভিনন্দন, দারুণ ব্যাটিং করেছে তারা’

১৭

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

১৮

ভূমিকম্প আতঙ্ক : জবিতে ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ

১৯

পদ্মার চর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

২০
X