ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো বৃহস্পতিবার জানিয়েছেন, দেশের উপকূলের কাছে পাঁচটি মার্কিন যুদ্ধবিমান শনাক্ত হয়েছে। তিনি এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন।
পাদ্রিনো বলেন, সাম্রাজ্যবাদী যুদ্ধবিমানগুলো ভেনেজুয়েলার উপকূলের কাছে আসার সাহস দেখিয়েছে। বিমানগুলোর তথ্য নিয়ন্ত্রণকক্ষে পাঠানো হয়েছে।
ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, বিমানগুলো উপকূল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।
মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র দেশটির সরকার পরিবর্তনের চেষ্টা করছে। তবে তিনি মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। সূত্র : রয়টার্স
মন্তব্য করুন