কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

হারিকেন মিল্টন আঘাত হানার আগেই ঝড়বৃষ্টির তাণ্ডব

হেলে পড়া বৈদ্যুতিক পিলার। ছবি : সংগৃহীত
হেলে পড়া বৈদ্যুতিক পিলার। ছবি : সংগৃহীত

হেলেনের পর এবার আঘাত হানছে হারিকেন মিল্টন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এটি আঘাত হানবে বলা পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আঘাত হানার আগেই অঞ্চলটিতে ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হারিকেন মিল্টন কাছে আসার সঙ্গে সঙ্গে ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলে শক্তিশালী বাতাস, বৃষ্টি এবং টর্নেডোর সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এটি ক্যাটাগরি-৩ আকারের ঝড় হিসেবে স্থলভাগে আছড়ে পড়বে।

ফ্লোরিডার এ হারিকেনকে ১০০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী হারিকেন বলে মনে করা হচ্ছে। ফলে বাধ্যতামূলকভাবে রাজ্যের লাখ লাখ বাসিন্দাদের সরিয়ে আনা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) সর্বশেষ বার্তায় বলা হয়, হারিকেনের বাতাসের গতি ১৫৫ মাইলে (২৫০ কিলোমিটার) এসে ঠেকেছে। যা ক্যাটাগরি-৫ মাত্রায় থাকা অবস্থার চেয়ে মাত্র দুই মাইল কম। ১৩১ থেকে ১৫৫ মাইল গতির ঝড়কে ক্যাটাগরি-৪ এবং ১৫৫ মাইলের বেশি গতিবেগ থাকলে তা ক্যাটাগরি-৫ মাত্রায় ধরা হয়।

পূর্বাভাস অনুযায়ী, হারিকেন মিল্টনের কেন্দ্রটি আজ মেক্সিকোর পূর্ব উপসাগরজুড়ে তাণ্ডব চালাবে। গভীর রাতে বা বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডার পশ্চিম-মধ্য উপকূল বরাবর আঘাত হানতে পারে। এরপর পশ্চিম আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে ফ্লোরিডার পূর্ব উপকূল থেকে ধীরে ধীরে সরে যাবে। বৃহস্পতিবার বিকেলের মধ্যে ঝড়টি দুর্বল হয়ে পড়ার আশা করা হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এর প্রভাবে মুষলধারে বৃষ্টি, আকস্মিক বন্যা, প্রবল বাতাস এবং সম্ভাব্য ঝড়বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মিল্টন প্রায় এক শতাব্দীর মধ্যে এই অঞ্চলে আঘাত হানার সবচেয়ে খারাপ ঝড় হতে পারে। এর প্রভাবে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া স্থানীয়ভাবে দেড় ফুট পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার ৫১টি শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে বন্ধ ঘোষণা করা হয় স্কুল-কলেজ। অঙ্গরাজ্যটির গভর্নর রন ডিসানটিসের তথ্য মতে, হারিকেনটি খুব কাছে অবস্থান করছে।

ফলে উপকূলীয় অঞ্চলে মঙ্গলবারই সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ের ক্রমবর্ধমান কঠোর সতর্কতা জারি করা হয়েছে। এরপরই সঙ্গে সঙ্গে বাসিন্দারা ফ্লোরিডা ছেড়ে যেতে শুরু করেন। কেউ ব্যক্তিগত গাড়ি, কেউ দলবেঁধে আবার কেউ পরিবহন যানে করে এলাকা ছাড়ছেন। গাড়ির চাপ সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। এমনকি কোনো কোনো এলাকায় তীব্র যানজট মোকাবিলায় কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।

তবে কর্তৃপক্ষ চাচ্ছে মানুষ এভাবে যেন ঝড়ের সম্ভাব্য অঞ্চল ছেড়ে চলে যান। কারণ, বিপুল বাসিন্দাকে সরিয়ে নেওয়া এবং আশ্রয়কেন্দ্রে জায়গা দেওয়া অসম্ভব। স্থানীয়ভাবে কেবল ৩৬টি আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা গেছে। গভর্নর ডিসানটিস বাসিন্দাদের নিচু এলাকা থেকে দূরে সরে যেতে আহ্বান জানিয়েছেন। বিশেষ করে যারা মোবাইল বাড়িতে (অস্থায়ীভাবে নির্মিত বাড়ি) থাকেন তাদের অবশ্যই নিরাপদ আশ্রয় খোঁজার তাগিদ দিয়েছেন। কারণ, ঝড়ের গতির কাছে পাকা ঘরও ভেঙে পড়তে পারে।

তিনি বলেছেন, স্থানীয়দের বিকল্প এবং উঁচু এলাকায় চলে যেতে হবে। খেয়াল রাখতে হবে, ওই বিকল্প আশ্রয়ও যেন ক্যাটাগরি-৩ বা ক্যাটাগরি-৪ হারিকেনের শক্তি সহ্য করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, নির্বাচন কর্মকর্তাসহ আহত ৩

সাতক্ষীরা-যশোর সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের গুঞ্জন নিয়ে জামায়াতের বিবৃতি

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

অভিজ্ঞতা ছাড়াই ১ হাজার জনকে নিয়োগ দেবে দারাজ, আবেদন যেভাবে

ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৬ পরিবর্তন আসে

যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ জাটকা গেল এতিমখানায়

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১০

নির্বাচনে ৯১৪ টন কাগজ সরবরাহ করবে কর্ণফুলী পেপার মিলস

১১

বিসিবির সিইওকে দেওয়া ১৩ পাতার চিঠিতে জাহানারার যত অভিযোগ

১২

ফারইস্টের সাবেক চেয়ারম্যান খালেক ৩ দিনের রিমান্ডে

১৩

এনসিপি নেতার বাসায় দুর্বৃত্তের আগুন

১৪

আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে : খায়রুল কবির

১৫

চ্যাটজিপিটিতে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, যা আপনার সময় বাঁচাবে বহুগুণে

১৬

সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ সাবেক পাইলট রিয়ানার মরদেহ উদ্ধার

১৭

নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ : ইসি আনোয়ারুল

১৮

হাজিরা দিতে এসে নিহত হলেন মামুন 

১৯

পুনরায় অধিনায়কত্ব নেওয়ার মূল কারণ জানালেন শান্ত

২০
X