কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:১০ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতায় এসেই দুই দেশের সঙ্গে বাণিজ্য ‍যুদ্ধে জড়ালেন ট্রাম্প

তিন দেশের গ্রাফিক্স ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
তিন দেশের গ্রাফিক্স ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

দায়িত্ব নেওয়ার আগেই বিশ্বজুড়ে একের পর এক আতঙ্ক ছড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ঢুকেই নতুন যুদ্ধের দামামা বাজানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার তা বাস্তবেই শুরু করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়েছেন তিনি।

শুক্রবার ( ৩১ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, কানাডা ও মেক্সিকো থেকে পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শনিবার (০১ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। তবে তেল আমদানির ওপর এ সিদ্ধান্ত কার্যকর করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হয়নি।

কানাডা ও মেক্সিকো থেকে তেল আমদানিতে শুল্ক আরোপের বিষয়ে তিনি বলেন, আমরা এটির ওপর শুল্ক আরোপ করব কিনা তা নিয়ে আজ রাতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দাম ও দুই দেশের আচরণের ওপর বিষয়টি কিছুটা নির্ভরশীল বলেও জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো এবং কানাডা থেকে আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের জন্য শনিবার ডেডলাইন নির্ধারণ করা হয়েছে। দেশ দুটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদার। তবে তাদের সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে বিপুল অবৈধ অভিবাসী ও ফেন্টানাইলের চালান প্রবেশ করে। এসব ঠেকাতে দেশটি এ ধরনের পদক্ষেপ নিয়েছে।

ট্রাম্প বলেন, বেশ কয়েকটি কারণে উত্তর আমেরিকার পণ্যগুলোতে শুল্ক আরোপ করা হবে। এছাড়া এটি সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়ানো হতে পারে।

এর আগে ২৬ নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব গ্রহণের প্রথম দিনই চীন, মেক্সিকো এবং কানাডার ওপর নতুন করে করারোপ করবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অবৈধ অভিবাসন রোধে দেশগুলোর ওপর চাপ প্রয়োগ করতেই এমন বাণিজ্যযুদ্ধ শুরু করতে চান তিনি।

নবনির্বাচিত এ প্রেসিডেন্ট জানান, ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। সেখানে মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ করারোপ করা হবে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, নির্বাহী আদেশে জারি করা ২৫ শতাংশ করের ওপর বাড়তি আরও ১০ শতাংশ করারোপ করবেন অন্যতম প্রতিদ্বন্দ্বী চীনের ওপর। যার ফলে চীন থেকে মার্কিন বাজারে আসা পণ্যের ওপর শুল্ক দাঁড়াবে ৩৫ শতাংশ। বেইজিং মার্কিন বাজারে সিন্থেটিক ওপিওড ফেন্টানাইলের চোরাচালান বন্ধ করার বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।

ট্রাম্প জানান, মেক্সিকো ও কানাডার ওপর এসব কর ততদিন পর্যন্ত থাকবে যতদিন এসব দেশ মার্কিন ভূখণ্ডে মাদক ও অবৈধ অভিবাসী প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করবে। এসব সমস্যার সমাধান না করলে বড় মূল্য পরিশোধ করার এটিই উপযুক্ত সময় বলেও মন্তব্য করেন ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটেনে তরুণীকে ধর্ষণ করলেন রাজনৈতিক আশ্রয়প্রার্থী যুবক

রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য : হাবিব

অভিবাসন দমনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল মিনেসোটা

‘নারী অবমাননার’ বিতর্কে যশের ‘টক্সিক’

মাথার খুলি খুলে রাখা হয়েছে হুজাইফার

তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান

জিয়া পরিষদ টেলিটক শাখার দোয়া মাহফিল / খালেদা জিয়ার আদর্শ অনুপ্রেরণা হয়ে থাকবে

আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন : সালাহউদ্দিন 

আমদানিতে শুল্ক কমাল, কত কমতে পারে মোবাইলের দাম?

ইরানে বাড়ি বাড়ি তল্লাশিতে মিলল মার্কিন অস্ত্র ও বিস্ফোরক

১০

গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে পাঠানো হচ্ছে ঢাকায়

১১

লিভার সুস্থ রাখতে যে সবজি হতে পারে আপনার দৈনন্দিন বন্ধু

১২

শাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ যা জানা গেল

১৩

অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার সতর্কবার্তা

১৪

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তা চাকরিচ্যুত

১৫

প্রেম করছেন নোরা ফাতেহি, প্রেমিক কে?

১৬

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

১৭

ইরানের বিরুদ্ধে জরুরি পদক্ষেপের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

১৮

অবশেষে কমতে শুরু করেছে স্বর্ণের দাম

১৯

হাজার কোটির সম্পত্তি ফিরে পেলেন সাইফ

২০
X