কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:১০ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতায় এসেই দুই দেশের সঙ্গে বাণিজ্য ‍যুদ্ধে জড়ালেন ট্রাম্প

তিন দেশের গ্রাফিক্স ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
তিন দেশের গ্রাফিক্স ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

দায়িত্ব নেওয়ার আগেই বিশ্বজুড়ে একের পর এক আতঙ্ক ছড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ঢুকেই নতুন যুদ্ধের দামামা বাজানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার তা বাস্তবেই শুরু করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়েছেন তিনি।

শুক্রবার ( ৩১ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, কানাডা ও মেক্সিকো থেকে পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শনিবার (০১ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। তবে তেল আমদানির ওপর এ সিদ্ধান্ত কার্যকর করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হয়নি।

কানাডা ও মেক্সিকো থেকে তেল আমদানিতে শুল্ক আরোপের বিষয়ে তিনি বলেন, আমরা এটির ওপর শুল্ক আরোপ করব কিনা তা নিয়ে আজ রাতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দাম ও দুই দেশের আচরণের ওপর বিষয়টি কিছুটা নির্ভরশীল বলেও জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো এবং কানাডা থেকে আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের জন্য শনিবার ডেডলাইন নির্ধারণ করা হয়েছে। দেশ দুটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদার। তবে তাদের সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে বিপুল অবৈধ অভিবাসী ও ফেন্টানাইলের চালান প্রবেশ করে। এসব ঠেকাতে দেশটি এ ধরনের পদক্ষেপ নিয়েছে।

ট্রাম্প বলেন, বেশ কয়েকটি কারণে উত্তর আমেরিকার পণ্যগুলোতে শুল্ক আরোপ করা হবে। এছাড়া এটি সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়ানো হতে পারে।

এর আগে ২৬ নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব গ্রহণের প্রথম দিনই চীন, মেক্সিকো এবং কানাডার ওপর নতুন করে করারোপ করবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অবৈধ অভিবাসন রোধে দেশগুলোর ওপর চাপ প্রয়োগ করতেই এমন বাণিজ্যযুদ্ধ শুরু করতে চান তিনি।

নবনির্বাচিত এ প্রেসিডেন্ট জানান, ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। সেখানে মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ করারোপ করা হবে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, নির্বাহী আদেশে জারি করা ২৫ শতাংশ করের ওপর বাড়তি আরও ১০ শতাংশ করারোপ করবেন অন্যতম প্রতিদ্বন্দ্বী চীনের ওপর। যার ফলে চীন থেকে মার্কিন বাজারে আসা পণ্যের ওপর শুল্ক দাঁড়াবে ৩৫ শতাংশ। বেইজিং মার্কিন বাজারে সিন্থেটিক ওপিওড ফেন্টানাইলের চোরাচালান বন্ধ করার বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।

ট্রাম্প জানান, মেক্সিকো ও কানাডার ওপর এসব কর ততদিন পর্যন্ত থাকবে যতদিন এসব দেশ মার্কিন ভূখণ্ডে মাদক ও অবৈধ অভিবাসী প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করবে। এসব সমস্যার সমাধান না করলে বড় মূল্য পরিশোধ করার এটিই উপযুক্ত সময় বলেও মন্তব্য করেন ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে প্রার্থী যারা

জামায়াত নেতাকে বহিষ্কার

ঢাবিতে ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন’ শুরু হচ্ছে ২৯ ডিসেম্বর

বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে মিন্টুর গণসংযোগ শুরু

কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মারামারি, অতঃপর...

শায়খ মোখলেসুর রহমান কিয়ামপুরীর বুখারি পাঠদানের ৫৪ বছর পূর্তি উদযাপন

এবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ : জুয়েল

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৪১০

দম্পতিকে আশীর্বাদ করতে মঞ্চে উঠে বিপদে বিজেপি নেতা

সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ, যেভাবে আবেদন

১০

যে নিয়মের কারণে বিপিএল খেলার অনুমতি পেলেন পিযুষ চাওলা

১১

আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

১২

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

১৩

ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, শুক্রবার কততে বিক্রি হচ্ছে

১৪

ইমরান খান জীবিত না মৃত, প্রশ্ন ছেলের

১৫

শক্তি বাড়িয়ে ৮৮ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

১৬

‘খালেদা জিয়াকে জেলের ভেতর স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করেছে’

১৭

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

১৮

সীমান্তে বিদেশি শুটার গান ও গুলি উদ্ধার

১৯

আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো লোক না : এ্যানি

২০
X