কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০১:২৬ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রাবার বুলেট আর কাঁদানে গ্যাসে রণক্ষেত্র লস অ্যাঞ্জেলস

লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ। ছবি : সংগৃহীত
লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ। ছবি : সংগৃহীত

উত্তপ্ত লস অ্যাঞ্জেলস। শহরটির অভিবাসীদের সঙ্গে আইনপ্রয়োগকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট আর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা।

সোমবার (০৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলেন। কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও খারাপ হয়েছে। বিক্ষোভকারীরা ট্রাম্পের বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এ সময় তাদের ওপর রাবার বুলেট আর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।

উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্প বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়েছেন। রোববার (০৮ জুন) নিউ জার্সিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমার একটা ছোট বক্তব্য আছে। তারা থুতু ছিটিয়েছে, আমরা জবাব দিয়েছি।

তিনি বিক্ষোভকারীদের সমালোচনা করে বলেন, তারা মানুষের দিকে থুতু ছিটিয়েছে। এটা তাদের নতুন কৌশল। এরপর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ আমাদের পুলিশ বা সেনার দিকে থুতু ছিটালে, তা মেনে নেওয়া হবে না। এমন হলে কঠোরভাবে তা দমন করা হবে।

রোববার লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ন্যাশনাল গার্ড কাঁদানে গ্যাস ও মরিচ গুঁড়োর বল ছুড়েছে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, পুলিশের নির্দেশ অমান্য করায় ২৭ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইতোমধ্যে আরও সেনা মোতায়েনের ইঙ্গিত দিয়েছেন। তবে ট্রাম্প প্রশাসন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছেন। গত কয়েক দিনে লস অ্যাঞ্জেলসসহ ক্যালিফর্নিয়ার বিভিন্ন এলাকায় অভিবাসন দপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়েছেন। এই সময়ে ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের প্রতিবাদে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ শুরু হয়, যা ক্রমশ তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস লস অ্যাঞ্জেলেসে ২০০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির মালিককে থাপ্পড় দিয়ে ডাকাত — ‘ঘরে সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস’

হাঁসের মাংস থেকে দূরে থাকবেন যারা

ধানমন্ডি ৩২ নম্বরে এসে যুবকের ভিডিও কল, আ.লীগ সন্দেহে গণপিটুনি

আগস্টের প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৮ কোটি ৮০ লাখ ডলার 

জন্মাষ্টমীর শোভাযাত্রা : চট্টগ্রামে যেসব সড়কে চলতে মানা

টেকসই শান্তি প্রতিষ্ঠায় কূটনীতি ও সংহতির সমন্বয়ের আহ্বান কফিলউদ্দিনের

অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীরনগরে নতুন মোড়কে ফিরছে ‘পোষ্য কোটা’

‘যারা স্বাধীন দেশ চায়নি, তাদের এখন বড় গলা’

পাথর লুটের পর ঘুম ভাঙল সবার, এখন পর্যন্ত উদ্ধার কত

১০

রূপায়ণ সিটি উত্তরা-বায়োজিন কসমেসিউটিক্যালের মধ্যে সমঝোতা স্বাক্ষর

১১

অঝোরে কাঁদলেন শহীদ সাগরের বাবা

১২

ভয়ংকর আসামিদের পুলিশ আটক করে, বিচারকরা জামিন দিয়ে দেন : আবু হানিফ 

১৩

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষকের শাস্তির দাবি

১৪

শিক্ষকের সঙ্গে গোসলে নেমে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

১৫

জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা শনিবার, সনাতনীদের ১০ দফা দাবি

১৬

সিলেটে চার লেন মহাসড়ক প্রকল্প বন্ধে সেলিম উদ্দিনের উদ্বেগ

১৭

গোপন বৈঠক / প্রধান আসামির দায় স্বীকার, রিমান্ডে আরও দুই ছাত্রলীগ নেতা

১৮

সাঈদীর স্মরণে লেখা আজহারীর ফেসবুক পোস্ট ‘ভাইরাল’

১৯

গোলাম আবু জাকারিয়ার ‘হ্যারল্ড জনস মেডেল’ অর্জন

২০
X