কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলা নিয়ে এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কাতারকে নিয়ে ইসরায়েলের আরও বেশি সতর্ক হতে হবে। খবর টাইমস অব ইসরায়েল
নিউ জার্সির মরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকরা গত সপ্তাহে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ট্রাম্প এসব কথা বলেন। যদিও ইসরায়েল ওই হামলায় হামাস নেতাদের হত্যা করতে ব্যর্থ হয়েছে।
ট্রাম্প বলেন, আমার বার্তা হচ্ছে তাদের (ইসরায়েল) আরও অধিক সতর্ক হতে হবে। তারা হামাসকে নিয়ে যা কিছু করুক, কিন্তু মনে রাখতে হবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র দেশ।
গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্ক সিটিতে ট্রাম্পের সঙ্গে একসঙ্গে রাতের খাবার খান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি। এ সময় ট্রাম্প তাকে ‘অসাধারণ ব্যক্তি’ বলে অভিহিত করেন। পাশাপাশি তিনি কাতারকে আরও বেশি জনসংযোগের বিষয়ে মনোযোগী হতে পরামর্শ দেন। কারণ তাদের নিয়ে অনেক অপপ্রচার আছে। এজন্য এসব কাজ থেকে কাতারের বিরত থাকা উচিত বলে জানান ট্রাম্প।
মন্তব্য করুন