ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা চেয়েছে জর্ডান। রোববার (২৯ অক্টোবর) দেশের সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে অত্যাধুনিক এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে আম্মান। খবর আরব নিউজের।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র জর্ডানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল মোস্তফা হিয়ারি বলেছেন, ড্রোন হামলা আমাদের সব ফ্রন্টে হুমকি হয়ে উঠেছে। এ জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে আমরা মার্কিন পক্ষকে আহ্বান করেছি।
গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে বোমা চালিয়ে আসছে ইসরায়েল। গত তিন সপ্তাহে ইসরায়েলি হামলায় ৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এরই মধ্যে বোমা হামলা জোরদারের পাশাপাশি গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে জডার্নের কর্মকর্তারা আশঙ্কা করছেন, হামাস ও ইসরায়েলের এই যুদ্ধ গাজা পেরিয়ে অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে পারে। এ জন্য সম্ভাব্য হামলা থেকে দেশকে সুরক্ষিত রাখতে এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা চাইল জর্ডান।
প্যাট্রিয়ট হলো ভূমি থেকে আকাশে নিরক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রব্যবস্থা। মার্কিন প্রতিষ্ঠান রেথিয়ন এসব ক্ষেপণাস্ত্রব্যবস্থা তৈরি করে। ব্যয়বহুল এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিয়ে শত্রুপক্ষের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধযান ধ্বংস করা সম্ভব। বিশ্বের হাতে গোনা কয়েকটি মিত্র দেশে যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা মোতায়েন করেছে।
মন্তব্য করুন