যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াই থেকে আরও এক প্রার্থী সরে দাঁড়িয়েছেন। শুধু সরেই দাঁড়াননি তিনি, মনোনয়ন দৌড়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এ নিয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে তিন প্রার্থী ৭৭ বছর বয়সী ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ালেন। খবর আলজাজিরার।
রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের পরবর্তী প্রাইমারি নির্বাচন মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের আগমুহূর্তে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস ট্রাম্পকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় রন বলেন, আমার কাছে স্পষ্ট যে অধিকাংশ রিপাবলিকান প্রাইমারি ভোটার ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি সুযোগ দিতে চান।
নিউ হ্যাম্পশায়ার প্রাইমারি ভোটের আগে জনমত জরিপে দেখা যায়, ট্রাম্প ও জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালির চেয়ে অনেক পিছিয়ে আছেন রন। এ ছাড়া এর আগে গত সোমবার (১৫ জানুয়ারি) বহুল আলোচিত আইওয়া ককাস নির্বাচনে ট্রাম্পের কাছে বড় ব্যবধানে হেরে যান তিনি। সে নির্বাচনে ট্রাম্প প্রথম, রন দ্বিতীয় ও নিকি হ্যালি তৃতীয় এবং রিপাবলিকান নেতা ও বায়োটেক স্টার্টআপের প্রতিষ্ঠাতা বিবেক রামাস্বামী চতুর্থ হয়েছিলেন। ককাসের ফলাফল ঘোষণার পরপর ট্রাম্পের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।
এ ছাড়া স্থানীয় সময় শুক্রবার রাতে ট্রাম্পের সঙ্গে একমঞ্চে উঠে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন রিপাবলিকান নেতা ও সিনেটর টিম স্কট টিম। গত নভেম্বরে তিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।
চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। নির্বাচনী দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে আছেন।
মন্তব্য করুন