জনপ্রিয় হেয়ার কেয়ার ব্র্যান্ড প্যারাসুট অ্যাডভান্সড সম্প্রতি তাদের স্বনামধন্য ব্র্যান্ড ‘প্যারাসুট ন্যাচারালে’-এর অধীনে নতুন আকর্ষণীয় ভ্যারিয়েন্ট ‘প্যারাসুট ন্যাচারাল এগ শাইন শ্যাম্পু’ বাজারে নিয়ে এসেছে। এগ প্রোটিনও কোকোনাট মিল্ক প্রোটিনের মতো প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি শ্যাম্পুটি দেবে নজরকাড়া ও উজ্জ্বল চুল। এটি ব্যবহারে ফুলের মিষ্টি সুবাসের সঙ্গে ডিমের গুণাগুণ পাবেন ক্রেতারা। এ প্রসঙ্গে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর মার্কেটিং ডিরেক্টর অ্যালেন ইবেনেজার এরিকবলেন, ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা এ শ্যাম্পু নিয়ে এসেছি। প্যারাসুট ন্যাচারালে এগ শাইন শ্যাম্পুর ১৭০ মি.লি. বোতল এখন ১৪০ টাকা, ৩৩০ মি.লি. বোতল এখন ২৬৫ টাকা এবং ৫.২৫ মি.লি. স্যাশে মাত্র ২ টাকায় দেশের সব সুপার শপ, ডিপার্টমেন্টাল স্টোর, গ্রোসারি স্টোর, কসমেটিক স্টোর, মডার্ন ট্রেড এবং ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।