বকেয়া ভ্যাট পরিশোধ করে ব্যাংক হিসাব সচল করেছে আব্দুল মোনেম লিমিটেডের বেভারেজ ইউনিট তথা কোকা-কোলা। দীর্ঘদিন ভ্যাট বকেয়া ছিল প্রতিষ্ঠানটির। দফায় দফায় চিঠি চালাচালির পরও ঠিকমতো ভ্যাট পরিশোধ না করায় তা আদায়ে সর্বশেষ পদক্ষেপ হিসেবে প্রতিষ্ঠানটির তিনটি ব্যাংক হিসাব জব্দ করে কুমিল্লা ভ্যাট কমিশনারেট। এখন ভ্যাটের ১০ কোটি টাকা পরিশোধ করে ব্যাংক হিসাব আবার চালু করল প্রতিষ্ঠানটি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আব্দুল মোনেম লিমিটেডের বেভারেজ ইউনিট থেকে কোকা-কোলা তৈরি করা হয়। আর এই ইউনিটটি কুমিল্লা ভ্যাট কমিশনারেটের আওতাধীন বা কুমিল্লা ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত। দীর্ঘদিন ভ্যাট পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব জব্দ করে এ-সংক্রান্ত পরোয়ানা জারি করে কুমিল্লা ভ্যাট কমিশনারেট। এর পরই নড়েচড়ে বসেন প্রতিষ্ঠানটির কর্ণধাররা। গত ১৪ মে বেভারেজ ইউনিট ফেব্রুয়ারি ও মার্চের ভ্যাট রিটার্ন দাখিল করে প্রতিষ্ঠানটি। নিয়ম অনুযায়ী, প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল না করলে জরিমানা ছাড়াও সরল সুদ আরোপের বিধান রয়েছে। ভ্যাটের টাকা আদায় করতে না পেরে চূড়ান্ত পদক্ষেপে যায় কুমিল্লা ভ্যাট কমিশনারেট। এতেই কার্যকর ফল মিলেছে।
কুমিল্লা ভ্যাটের অতিরিক্ত কমিশনার আব্দুল মান্নান সরদার কালবেলাকে বলেন, আব্দুল মোনেম লিমিটেডের বেভারেজ ইউনিট থেকে ভ্যাটের টাকা পরিশোধ করা হয়েছে। এরপরই প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব সচল করে দেওয়া হয়েছে।