ঠিক এভাবে আর কখনো এক হয়েছিলেন কি আমিনুল ইসলাম বুলবুল, শাহরিয়ার বিদ্যুৎ, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ কিংবা হাসিবুল ইসলাম শান্তরা! মনে করার মতো সেরকম আয়োজনও তো কখনো করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তী উপলক্ষে সেরকম কিছুই করলেন বিসিবির নতুন প্রেসিডেন্ট বুলবুল। দেশের প্রথম টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়েই এই আবেগময় স্মৃতিচারণকে রাঙিয়ে তুললেন তিনি। প্রাণবন্ত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথম টেস্টের স্কোয়াডের সদস্যদের বিশেষ ব্লেজার পরিয়ে দেন তিনি। স্মৃতিচারণে অনেক তৃপ্তি ও অতৃপ্তির কথা শুনিয়েছেন বাংলাদেশের হয়ে প্রথম লাল বলের আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটাররা। দারুণ এই আয়োজনের প্রশংসাও করেছেন তারা।
ঠিক ২৫ বছর আগে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। এরপর লম্বা সময় ধরেই এই সংস্করণের ক্রিকেট খেলছে, তবে প্রাপ্তির খাতা এখনো শূন্যই বলা চলে। বড় কোনো অর্জন না থাকায় কিছুটা তো হতাশা থেকে গেছে প্রথম টেস্ট দলের সদস্যদেরও মনে। তারপরও আশাবাদী তারা। ২০০০ সালের সেই ম্যাচের মতো আবারও ভেদাভেদ ভুলে সবাই এক হলে দেশের ক্রিকেট উপকৃত হবে বলেও বিশ্বাসের কথা শুনিয়েছেন অনেকেই। তবে কেমন ছিল প্রথম টেস্ট খেলার অনুভূতি কিংবা সে সময়ের স্মৃতিতে আরও একবার আবেগপ্রবণ হতে দেখা গেছে বুলবুল, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ রফিকদের। খুনসুটিতে মেতে উঠে স্মৃতিচারণে ভিন্নতাও দেখিয়েছেন তারা।
দেশের জার্সিতে প্রথম টেস্ট, প্রথম খেলা—স্কোয়াডে থাকলেও সে সুযোগ হয়নি অনেকেরই। এনামুল হক মনি যেমন তাদের একজন। স্কোয়াডে থাকলেও খেলা হয়নি তার। আবার প্রথম টেস্টে বল হাতে দাপুটে পারফর্ম করা নাইমুর রহমান দুর্জয় ছিলেন না অনুষ্ঠানে। রাজনৈতিক কারণেই দেশেও নেই তিনি। তাই তার যোগ না দেওয়াটাও স্বাভাবিক। যদিও সে সময়ের প্রধান কোচ সারোয়ার ইমরান থেকে শুরু করে বেশ কয়েকজন সতীর্থের মুখেই ঝরেছে তার প্রশংসা। তবে আলাপে ছিলেন না তখনকার বিসিবি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। তিনিও রাজনৈতিক কারণে দেশের বাইরে আছেন। তবে বুলবুলরা তাদের স্মৃতিচারণে নিজেদের সামর্থ্যের কথা যেমন তুলে ধরেন, তেমনি তুলে ধরেন দেশের ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দেওয়ার প্রতিশ্রুতির কথাও। টেস্ট ক্রিকেটের পথচলার ৫০ বছর হতে হতেই বাংলাদেশের জয়ের সংখ্যাও একশ হবে বলে বিশ্বাস বুলবুলের। সেদিন বেঁচে না থাকলেও বিশাল স্টেডিয়াম ভাড়া করে আয়োজন হবে এমন প্রত্যাশার কথা শুনিয়েছেন তিনি।
মন্তব্য করুন