বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আসন্ন ঢাকা লিগ বয়কটের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি ক্লাব। এতে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন শত শত ক্রিকেটার। খুব শিগগির মাঠে গড়াতে যাচ্ছে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ, এরপর ধাপে ধাপে দ্বিতীয়, প্রথম ও প্রিমিয়ার ডিভিশন হওয়ার কথা। কিন্তু এখনো ক্লাবগুলো তাদের ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে আসেনি। তাই তো বয়কটের ঘোষণা দেওয়া ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে বসতে যাচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল মিঠুন জানান, লিগ সামনে রেখে ক্রিকেটারদের স্বার্থরক্ষায় বয়কটের সিদ্ধান্ত নেওয়া ক্লাবগুলোর সঙ্গে বসবেন কোয়াবের প্রতিনিধিরা।
বিসিবি নির্বাচন ঘিরে নানা নাটকীয়তা হয়েছিল। ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল করা আবার ফিরিয়ে দেওয়ার মতো নাটকীয়তারও দেখা মিলেছিল। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন থেকেও সরে আসতে দেখা গেছে অনেক প্রার্থীকে। শেষে নির্বাচন না পেছানো হলে ক্রিকেট বয়কটের ঘোষণাও আসে। এখন পর্যন্ত ওই সিদ্ধান্ত থেকে সরে আসেনি ক্লাবগুলো। তাই তো ক্রিকেটারদের স্বার্থে তাদের সঙ্গে বসার কথা বলছেন মিঠুন, ‘আমরা সবাই জানি, বেশ কিছুদিন ধরে ঢাকার ক্লাবগুলোর সঙ্গে ক্রিকেট বোর্ডের একটা সমস্যা চলছে। এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। খেলোয়াড়দের স্বার্থে আমরা ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। সামনে যে ঢাকা লিগগুলো আসবে, সেই লিগগুলো যেন আমরা খেলতে পারি। এ বিষয়গুলো নিয়ে উনাদের সঙ্গে আলোচনা হবে। উনারা আগেই আমাদের আশ্বস্ত করেছেন।’
ঢাকা লিগের চার স্তরে মোট ৭৬টি ক্লাবের প্রতিনিধিত্ব দেখা যায়। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে ৪২টির মতো ক্লাব লিগ বয়কটের ডাকে সাড়া দিয়েছে বলে শোনা যাচ্ছে। সেসব ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলাপের কথা বলছেন মিঠুন, ‘আমরা ওই প্যানেলটার সঙ্গে বসতে চাই, যারা খেলতে আগ্রহী নয় বা খেলতে চাচ্ছেন না। আমরা এটা নিয়ে উনাদের সঙ্গে আলোচনা করব। যেন উনারা খেলোয়াড়দের কথা চিন্তা করে। যেন আমরা কীভাবে খেলা মাঠে গড়াতে পারি।’ ক্রিকেটার, কোচ, কোচিং স্টাফ মিলিয়ে প্রায় ২ হাজার মানুষের রুটিরুজির সঙ্গে জড়িয়ে ঢাকা লিগ। কোনো কারণে ক্লাবগুলো খেলতে না চাইলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন ক্রিকেটাররা। সেটারই সমাধান খুঁজতে কাজ করছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।
মন্তব্য করুন