শাহ আলম খান
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০১:৫০ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১১:০৭ এএম
প্রিন্ট সংস্করণ
স্কিমের নাম প্রগতি, সুরক্ষা সমতা ও প্রবাসী

এ মাসেই সর্বজনীন পেনশন

এ মাসেই সর্বজনীন পেনশন

প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী—এই চার নামে চলতি মাসেই চালু হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থা। বৃদ্ধ বয়সে দেশের সব নাগরিককে আর্থিক সুবিধার আওতায় আনতে চার শ্রেণির মানুষের জন্য আলাদা এই স্কিমগুলো চূড়ান্ত করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্রমতে, এই ব্যবস্থায় দেশে বসবাসরত বেসরকারি খাতের চাকরিজীবীদের রাখা হবে ‘প্রগতি’ স্কিমের আওতায়। আর সব ধরনের স্বকর্মে নিয়োজিতরা অন্তর্ভুক্ত হবেন ‘সুরক্ষা’ স্কিমে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশি বা অনাবাসী নাগরিকরা যুক্ত হবেন ‘প্রবাসী’ স্কিমে। সবশেষ বিবেচিত স্কিমটির নাম দেওয়া হয়েছে ‘সমতা’। এর মাধ্যমে দেশের সব দরিদ্র জনগোষ্ঠীকে পর্যায়ক্রমে পেনশন সুবিধায় অন্তর্ভুক্ত করা হবে।

এর আগে শুরুতে সবার জন্য পেনশনে ছয় স্তরের পরিকল্পনা ছিল অর্থ মন্ত্রণালয়ের। তবে এ বিষয়ক অংশীজন সংলাপে পাওয়া মতামতের ওপর গুরুত্ব দিয়ে শেষ পর্যন্ত এই চার স্কিমের পরিকল্পনা চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। বর্তমানে চীন তার সব নাগরিককে পেনশন সুবিধা দিতে তিন ধরনের এবং ভারত সাত ধরনের স্কিম চালু রেখেছে।

এখন চলতি মাসেই (আগস্ট) তৃতীয় সপ্তাহের যে কোনো দিন থেকে দেশের আটটি জেলা এবং বিদেশের দুটি মিশন থেকে একযোগে ‘সমতা’ ছাড়া বাকি তিনটি স্কিম আনুষ্ঠানিকভাবে চালু করে দেওয়ার প্রস্তুতিতে রয়েছে অর্থ মন্ত্রণালয়। এ জন্য সময় চেয়ে চলতি সপ্তাহে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সর্বজনীন পেনশন ব্যবস্থার একটি সারসংক্ষেপ পাঠানো হচ্ছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে সবার জন্য পেনশন (ইউপেনশন) বিষয়ক সারসংক্ষেপ উপস্থাপন করবেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন।

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে জানান, ‘ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহের যে কোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন ব্যবস্থাটি উদ্বোধন করবেন।

সূত্র আরও জানায়, এ লক্ষ্যে স্কিমগুলোর মডেল পেনশনার বাছাই করতে আগেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ বিভাগ থেকে গোপালগঞ্জ, সিলেট, রংপুর, পাবনা, বাগেরহাট, ময়মনসিংহ, রাঙামাটি, বরগুনাসহ আট জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। একইভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রবাসীদের পেনশন ব্যবস্থায় আনার জন্য মডেল পেনশনার নির্বাচিত করতে কুয়ালালামপুর ও জেদ্দা দূতাবাসেও চিঠি দেওয়া হয়েছে।

এসব জেলা ও দূতাবাসের মাধ্যমে নির্বাচিত মডেল পেনশনারদের দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্তির জন্য অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে সর্বজনীন পেনশন ব্যবস্থার। একই সঙ্গে উদ্বোধনের দিন থেকেই দেশে ও দেশের বাইরে সব বাংলাদেশি নাগরিকের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়ার পথ উন্মুক্ত হয়ে যাবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সদ্য চূড়ান্ত হওয়া প্রগতি এবং সুরক্ষা স্কিমের আওতায় অন্তর্ভুক্ত প্রত্যেক পেনশনারের সর্বনিম্ন চাঁদার হার নির্ধারণ করা হয়েছে ১ হাজার এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা। অন্যদিকে ‘প্রবাসী’ স্কিমের অন্তর্ভুক্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বনিম্ন চাঁদার হার নির্ধারণ করা হয় ৫ হাজার টাকা। এ ছাড়া ৭ হাজার ৫০০ এবং ১০ হাজার টাকা জমা করার সুযোগও রাখা হচ্ছে প্রবাসীদের জন্য। তবে প্রবাসীদের বিদেশি মুদ্রায় এই চাঁদা দিতে হবে। সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হলে ২.৫ শতাংশ হারে প্রণোদনা পাবেন তারা। অর্থাৎ কোনো প্রবাসী যদি ৫ হাজার টাকার স্কিমে যোগ দেন, তাহলে তার প্রকৃত চাঁদা হবে ৪ হাজার ৮৭৫ টাকা। আর ‘সমতা’ স্কিমে অন্তর্ভুক্তদের চাঁদার হার ধরা হয়েছে ৫০০ টাকা। এই স্কিমে সমপরিমাণ চাঁদা দেবে সরকার।

গত ৩ জুলাই অর্থ বিভাগের বাজেট ও ব্যয় ব্যবস্থাপনা শাখার অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খানকে সর্বজনীন পেনশন ব্যবস্থা কর্তৃপক্ষের চেয়ারম্যান ও প্রবিধি, বাস্তবায়ন এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শাখার অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফাকে সদস্য নিয়োগ করা হয়। তারা পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নিজ নিজ কাজের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের দায়িত্ব পালন করবেন।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, যারা সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হতে চান, তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে। ঘরে বসে সবাই যাতে রেজিস্ট্রেশন করতে পারেন, সেজন্য একটি অ্যাপ থাকবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়েও নিবন্ধন করা যাবে। প্রবাসীরা বিদেশ থেকে অ্যাপ ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রত্যেকে একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর পাবেন। সেটাই তাদের পেনশন সুবিধাভোগীর পরিচিতি দেবে। সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে। অংশগ্রহণকারীদের প্রত্যেককে তার নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বরে মাসিক চাঁদা দিতে হবে। প্রবাসীরা বিদেশ থেকে চাঁদা দিতে পারবেন। আর নিবাসীরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিংবা বিকাশ, নগদসহ যে কোনো মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) দাতার মাধ্যমে ওই অ্যাকাউন্টে চাঁদা দিতে পারবেন।

জনগণের ব্যাপক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করতে দেশব্যাপী সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রচারণা চালানোর পরিকল্পনা করছে সরকার। এর আওতায় টেলিভিশনে এবং অন্যান্য গণমাধ্যমের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হবে। নির্বাচনী ইশতেহারে পেনশন ব্যবস্থার প্রতিশ্রুতি থাকায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ‘সবার জন্য পেনশন’ সুবিধা চালুর বিষয়ে জনসচেতনতা বাড়াতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

২০২০ সালে দেশে ষাটোর্ধ্ব জনসংখ্যা ছিল ১ কোটি ২০ লাখ। এই সংখ্যা ২০৪১ সালে ৩ কোটি ১০ লাখ হবে বলে অনুমান করছে অর্থ মন্ত্রণালয়। গড় আয়ু বৃদ্ধির কারণে ধীরে ধীরে দেশে বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকবে। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো না থাকায় বৃদ্ধকালে তাদের জীবনযাপনে অনিশ্চয়তা দেখা দেওয়ার আশঙ্কা আছে। ওই সময় তাদের স্বাচ্ছন্দ্য জীবনযাপনে আর্থিক নিরাপত্তা নিশ্চিতেই বর্তমান সরকার সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে।

১৮ বছর বয়স থেকে ৫০ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হতে পারবেন। ৬০ বছর বয়স থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন। তবে ৫০ বছরের অধিক বয়সীরাও সর্বজনীন পেনশন সুবিধায় অন্তর্ভুক্ত হতে পারবেন। তবে অন্যদের মতো ৬০ বছর বয়স থেকে নয়, তারা পেনশন সুবিধা পাবেন ১০ বছর চাঁদা পরিশোধের পর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশ বহুমুখী সমবায় সমিতি ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে পর্যটক নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ 

মৌলিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে : ডা. তাহের

২০ বল করার জন্য ৩৪ হাজার কিলোমিটার উড়ে যাচ্ছেন অজি স্পিনার

সড়কে নিয়ম ভাঙার মহোৎসব / যানজট নিরসনে ভুমিকা নেওয়ায় সুবিধাভোগীদের রোষানলে পুলিশ কর্মকর্তা

বালু উত্তোলনের লাইভ প্রচার করায় নির্যাতন

দেয়াল-পিলারে ফাটল, মেঝেও ধসে গেছে সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্পের

কাকরাইল রণক্ষেত্র, পুলিশি প্রটোকলে কার্যালয় ছাড়লেন জিএম কাদের

‘প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো’

বরইতলা নদীকে গলা চেপে ধরেছে অপরিকল্পিত বাঁধ

১০

নুরের ওপর হামলা, রাতেই বিক্ষোভের ডাক এনসিপির

১১

রাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণ শেষ রোববার

১২

ইউসিটিসিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

১৩

হলুদ হেলমেট পরে হামলা করেছে কারা?

১৪

মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক

১৫

‘জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে জাপা’

১৬

ভারতের দাপুটে জয়, সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের

১৭

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিচার দাবি

১৮

অশুভ শক্তি দমনে ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে : কামাল হোসেন

১৯

জাপা কার্যালয়ের সামনে ফের হামলা, গুরুতর আহত নুর

২০
X