কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

ট্রাম্পের ‘নীরবতা’যেভাবে রূপ নিল মৃত্যুর গুজবে

ট্রাম্পের ‘নীরবতা’যেভাবে রূপ নিল মৃত্যুর গুজবে

বিশ্বের বিভিন্ন অঙ্গনের তারকাদের মৃত্যুর গুজব ছড়ানোর বিষয়টি নতুন কিছু নয়। প্রায়ই বিভিন্ন তারকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেখা যায় সেই তারকা বাধ্য হয়ে বিবৃতি দিয়ে বলছেন, ‘আমি বেঁচে আছি’। এ তালিকায় এবার যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও। মিডিয়ায় বরাবরই সরব ট্রাম্প দুদিন কাটিয়েছেন একটু ‘নীরবে’, নিজের মতো করে। এ সময়ে টেলিভিশন, প্রিন্ট বা অনলাইন কোনো মাধ্যমেই দেখা মিলছিল না ট্রাম্পের। ধারার বিপরীতে এমন আকস্মিক নীরবতাকে পুঁজি করে সুযোগসন্ধানীরা ছড়িয়ে দেয় তার মৃত্যুর গুজব। অবশেষে মঙ্গলবার সাংবাদিকদের সামনে হাজির হয়ে সেই গুজবের অবসান ঘটান ট্রাম্প নিজেই।

ছুটি কাটিয়ে ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সাংবাদিকদের সামনে হাজির হলে ফক্স নিউজের এক সাংবাদিক তাকে সরাসরি জিজ্ঞাসা করেন, ‘উইকএন্ডে আপনি কীভাবে জানতে পারলেন যে, আপনি মারা গেছেন?’ জবাবে ট্রাম্প হাসিমুখে জানান, তিনি এমন কোনো গুজব শোনেননি। তবে তিনি নিশ্চিত করেন, উইকএন্ডে তিনি ‘খুবই সক্রিয়’ ছিলেন এবং এ সময়ে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, গলফ খেলেছেন এবং ট্রুথ সোশ্যালে (নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম) ‘গুরুত্বপূর্ণ’ বার্তা পোস্ট করেছেন।

এ ছাড়া এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন ট্রাম্প এবং এর জন্য ‘ভুয়া সংবাদমাধ্যম’কে দায়ী করে তিনি বলেন, ‘গত সপ্তাহে আমি অসংখ্য সংবাদ সম্মেলন করেছি... এবং তারপর দুদিন কোনো সম্মেলন করিনি, আর তারা বলল, তার নিশ্চয়ই কিছু হয়েছে। বাইডেন তো মাসের পর মাস সংবাদ সম্মেলনে আসেননি।’

গুজবের কারণ কী: ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে এ ধরনের জল্পনা-কল্পনার পেছনে বেশকিছু কারণ ছিল। ট্রাম্প টানা ছয় দিন কোনো বড় জনসমক্ষে উপস্থিত হননি, যা তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে দীর্ঘ বিরতি। এ নীরবতা থেকেই গুজব দ্রুত ডালপালা মেলে। এ ছাড়া সম্প্রতি ট্রাম্পের গোড়ালিতে ফোলাভাব এবং তার হাতে কালশিটে দাগ দেখা গিয়েছিল, যা মঙ্গলবার তিনি যখন সাংবাদিকের সামনে আসেন তখনো দৃশ্যমান ছিল। যদিও হোয়াইট হাউস গত জুলাইয়ে জানিয়েছিল, ট্রাম্প ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ নামে এক ধরনের শিরার সমস্যায় ভুগছেন। তার হাতে দাগের কারণ হিসেবে বলা হয়, ঘন ঘন করমর্দন এবং অ্যাসপিরিন ব্যবহারের ফল এটি। তবে সমালোচকরা এ ব্যাখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। ট্রাম্পের এসব শারীরিক লক্ষণ এবং লেবার ডের ছুটিতে নীরবতা—সব মিলিয়ে ষড়যন্ত্র তত্ত্বের জন্য উর্বর ক্ষেত্র তৈরি করে। লক্ষ লক্ষ মিম, টিকটক ভিডিও এবং গুগল সার্চে এ গুজব ছড়িয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প নিজেই সোমবার ট্রুথ সোশ্যালে লেখেন, তিনি ‘জীবনে এতটা ভালো কখনো বোধ করেননি’। তবে তার এ পোস্টও থামাতে পারেনি জল্পনা।

ট্রাম্পের অসুস্থতা ও মৃত্যুর জল্পনায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের একটি মন্তব্যও ভূমিকা রাখে। ইউএসএ টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ভান্সের কাছে জানতে চাওয়া হয় ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে। জবাব তিনি বলেনও, ট্রাম্প সুস্থই রয়েছেন। তবে এরপরই বলে বসেন, কোনো কারণে যদি তেমন কোনো অঘটন ঘটে, তাহলে তিনি গত ২০০ দিনে যা যা শিখেছেন, সবটা উজাড় করে দিতে প্রস্তুত আমেরিকা ও আমেরিকার মানুষের সেবায়। তার বক্তব্যের এ শেষ অংশটুকু নিয়ে মিডিয়ায় তোলপাড় পড়ে যায়। এর মধ্যে আবার করাল বেন নামে এক শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় মেলানিয়া ট্রাম্পের একটি ছবি পোস্ট করেন, যেখানে ট্রাম্প-পত্নীকে কালো টুপি পরে ক্যামেরা আড়াল করতে দেখা যায়, সেটাও আবার ওয়াল্টার রিড হাসপাতালে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদেরই চিকিৎসা হয়। ব্যাস, দুই-দুইয়ে চার মিলিয়ে ডালপালা মেলে গুজব। অবশ্য ওয়াল্টার রিড হাসপাতালে মেলানিয়া ট্রাম্প কী করছিলেন, সেই ব্যাখ্যা মেলেনি হোয়াইট হাউস থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগীতের মতো বিষয়কে প্রাধান্য দিয়ে শিক্ষক নিয়োগ জনআকাঙ্ক্ষা পরিপন্থী : আজহারি

প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে উত্তাল চবি

অচেনা ধনকুবেরের কোটি টাকার উত্তরাধিকারী নেইমার!

সাতক্ষীরায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা শুরু

নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই : দুদু

জবি ক্যাম্পাস সংলগ্ন এলাকা থেকে অবৈধ বাসস্ট্যান্ড সরানোর দাবিতে মানববন্ধন 

নির্বাচনের সাড়ে ৩ বছর পর শপথ নিলেন ইউপি সদস্য

নদীর পানির দাবিতে চিংড়ি ও কাঁকড়া চাষিদের মানববন্ধন

শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্র আনতে হবে : আমীর খসরু 

নিজের উত্তরসূরিকে প্রকাশ্যে আনলেন কিম?

১০

ইসরায়েলের সঙ্গে চুক্তি ভাঙার হুঁশিয়ারি দিল এক মুসলিম দেশ

১১

দুর্নীতি মামলা / বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন নামঞ্জুর 

১২

দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে বিরাট সম্মানের : মেহজাবীন

১৩

নির্বাচন ঠেকানো সম্ভব নয় : ফারুক

১৪

কম পানি খেলে কি সত্যিই কিডনিতে পাথর হয়? যা বলছে গবেষণা

১৫

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের

১৬

চিলির বিপক্ষে মারাকানায় যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

১৭

দেশে আসছে ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস’

১৮

প্লট দুর্নীতি / শেখ রেহানা-টিউলিপ-আজমিনার মামলায় তৃতীয় দিনে ৫ জনের সাক্ষ্যগ্রহণ 

১৯

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

২০
X