শেখ হারুন
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০২:৩৬ এএম
আপডেট : ২৪ মে ২০২৪, ০৯:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

পাঁচ গুণ বেশি জমি চায় বশেফবিপ্রবি

জামালপুরে স্থায়ী ক্যাম্পাস
পাঁচ গুণ বেশি জমি চায় বশেফবিপ্রবি

জামালপুরে স্থায়ী ক্যাম্পাসের জন্য ৫০০ একর জমি চেয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফবিপ্রবি) প্রশাসন। এ পরিমাণ জমি প্রতিষ্ঠিত অন্য বিশ্ববিদ্যালয়গুলোর চেয়ে প্রায় ৫ গুণ বেশি। আর জমি অধিগ্রহণ এবং উন্নয়ন বাবদ খরচ ধরা হয়েছে ৬৭৩ কোটি টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য এত বেশি জমি বরাদ্দের দাবি ও খরচের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো ও অন্যান্য সুবিধাদি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাসিক এবং একাডেমিক এবং প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব করেছে কর্তৃপক্ষ। প্রস্তাবে থাকা ৫০০ একর জমি অধিগ্রহণের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। একই সঙ্গে এই প্রস্তাবের যৌক্তিকতা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় ব্যয় প্রস্তাব নিয়েও প্রশ্ন উঠেছে।

সম্প্রতি জামালপুরের মেলান্দহ উপজেলায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, বিভিন্ন অবকাঠামো নির্মাণে খরচ ধরা হয়েছে ১ হাজার ৫৭৪ কোটি টাকা। তিন বছরে মেয়াদি প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি বছরের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত।

প্রস্তাবনা পর্যালোচনায় জানা গেছে, এই প্রকল্পের জন্য ৫০০ একর ভূমি অধিগ্রহণে ৫২০ কোটি ৭৭ লাখ টাকা চাওয়া হয়েছে। এ ছাড়া জমি উন্নয়নে খরচ ধরা হয়েছে ১৫২ কোটি। অর্থাৎ শুধু জমির জন্য লাগবে ৬৭৩ কোটি ৬৪ লাখ টাকা। দু-একটি বাদে দেশের বেশিরভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০০ একরেরও কম জায়গায় স্থাপিত। সেখানে এই বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০০ একর জমির প্রস্তাবের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোচ্চ ৭৫ একর ভূমি নির্ধারণের বিষয়ে সুপারিশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), যা অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন।

এ বিষয়ে ইউজিসির অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর জমি বরাদ্দের নীতিমালা তৈরির কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নীতিমালায় এজন্য জমির পরিমাণ ৭৫ একর নির্ধারণ করে সুপারিশ করা হয়েছে। সুপারিশটি অনুমোদনের জন্য বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রক্রিয়াধীন।

সম্প্রতি অনুষ্ঠিত পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় প্রকল্পটির জমির পরিমাণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই সভায় অন্যান্য সমজাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে প্রকল্প থেকে অতিরিক্ত জমি বাদ দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের বিভিন্ন খাতে অতিরিক্ত ব্যয় প্রস্তাব করা হয়েছে উল্লেখ করে বেশ কিছু খাতে খরচ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পিইসি সভা সূত্রে জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভূমির পরিমাণ নির্ধারণ বিষয়ে পরিকল্পনাবিদ ও স্থপতিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে ইউজিসি। এই কমিটি ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোচ্চ ৭৫ একর ভূমি নির্ধারণের বিষয়ে সুপারিশ করা হয়েছে।

সভায় জানানো হয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩০, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬৪ দশমিক ৭৭ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮০ একর জমির ওপর প্রতিষ্ঠিত। এ অবস্থায় সবকিছু বিবেচনা করে অতিরিক্ত জমি বাদ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া জমির শ্রেণি, মালিকানা, অবস্থান, মূল্যের হালনাগাদ তথ্য যুক্ত করে ডিপিপি সংশোধন করে পাঠাতে বলা হয়।

পিইসি সভায় আরও বলা হয়, প্রকল্পের পূর্ত ও নির্মাণ খাতে প্রস্তাবিত ব্যয় বেশি এবং আয়তনের বিপরীতে ব্যয় প্রাক্কলনে গরমিল পরিলক্ষিত হয়েছে। ব্যয় বিশ্লেষণে দেখা গেছে, প্রচার ও বিজ্ঞাপন বাবদ ৫ কোটি টাকা চাওয়া হয়েছে। এ ছাড়া মুদ্রণ ও বাঁধাই এবং স্ট্যাম্প ও সিল বাবদ ২৫ লাখ, সম্মানী বাবদ ৭৯ লাখ এবং প্রকল্প অফিস ভাড়া বাবদ ৩৬ লাখ টাকা ধরা হয়েছে।

এই প্রস্তাবকে অত্যধিক উল্লেখ করে প্রচার ও বিজ্ঞাপন খাতে সাড়ে ৪ কোটি কমিয়ে ৫০ লাখ, মুদ্রণ ও বাঁধাই খাতে ৫ লাখ, স্ট্যাম্প ও সিলে ১০ হাজার টাকা সংস্থান রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সভায়। এ ছাড়া সম্মানী খাতের ব্যয় কমানোসহ বাস্তবতার নিরিখে অফিস ভাড়া ১০ লাখ টাকা করার সিদ্ধান্ত হয়।

এদিকে, পরামর্শক এবং যানবাহন খাতেও অত্যধিক খরচ ধরা হয়েছে। প্রকল্পে চুক্তিভিত্তিক দুটি যানবাহন ব্যবহারের জন্য ১ কোটি ৮৫ লাখ টাকা ধরা হয়েছে। যানবাহন চুক্তিভিত্তিক হলেও জ্বালানি বাবদ ১ কোটি ৫০ লাখ টাকা চাওয়া হয়েছে। এটা অত্যধিক উল্লেখ করে প্রকল্পের মেয়াদ ও বাজারদর বিবেচনায় যানবাহন বাবদ মোট ১ কোটি টাকা সংস্থান রেখে জ্বালানির বিষয়টি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে এই খাতে ব্যয় কমবে ২ কোটি ৩৫ লাখ টাকা।

এ ছাড়া পরামর্শক খাতে ৮ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি বিশেষায়িত হওয়া সত্ত্বেও পরামর্শ খাতে এত বেশি ব্যয় প্রস্তাবের যৌক্তিকতা জানতে চেয়ে ব্যয় কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বিকভাবে পিইসি সভার সিদ্ধান্ত অনুযায়ী, জমির পরিমাণ নির্ধারণ এবং ব্যয় প্রাক্কলন হালনাগাদসহ সুস্পষ্ট ও সুনির্দিষ্ট আকারে পুনর্গঠিত ডিপিপি পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আলম খান বলেন, আমরা প্রস্তাব দিয়েছি মাত্র। মন্ত্রণালয়ের আগের অনুমোদনের ভিত্তিতে জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনা কমিশন জমির পরিমাণ কমাতে বললে কমানো হবে। অতিরিক্ত ব্যয় প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। প্রস্তাব দিলেই তো আর অনুমোদন হয়ে যাচ্ছে না। যেসব খাতে বেশি প্রস্তাব করা হয়েছে, সেগুলো কমিয়ে ডিপিপি পুনর্গঠন করে পাঠানো হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ জহুরুল ইসলাম বলেন, জমির বিষয়ে এখনো কোনো নীতিমালা নেই। এটা নিয়ে ইউজিসি কাজ করছে। এখনো চূড়ান্ত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশ নিয়ে নদীতে ঝাঁপ, ২৪ ঘণ্টা পরও যুবক নিখোঁজ

জয়ের ধারায় ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

ফিক্সিংয়ে জড়িতরা কি আগামী বিপিএল খেলবেন, যা জানা গেল

ট্রেন থেকে যাত্রীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু

মোদিকে নিয়ে চাটুকারিতা, বিপাকে বিক্রান্ত ম্যাসি

দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের ৩ ঘণ্টা সংঘর্ষ, যুবক নিহত

আমরা বাণিজ্যযুদ্ধ চাই না, তবে ভয়ও পাই না : চীন

বিয়ে করতে চান মালাইকা, আছেন প্রস্তাবের অপেক্ষায়

এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে কে পেলেন কত টাকার পুরস্কার

১০

যশোরে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের ডিসপ্লে সেন্টার উদ্বোধন

১১

ঘুম থেকে উঠেই কফি ডেকে আনছে যেসব বিপদ

১২

কুয়াশা আর শিশিরে হেমন্তেই শীতের হাতছানি

১৩

আসছে একাধিক শৈত্যপ্রবাহ

১৪

ভিটামিন ট্যাবলেট কখন ও কীভাবে খাবেন

১৫

সুন্দরবনে ফুট ট্রেইলে ঘুরছে বাঘ

১৬

ফ্রান্সে নতুন সরকার গঠন করলেন লেকর্নু

১৭

ক্লাসের ফাঁকে ‘চা খেতে’ গিয়ে ধরা ইবি ছাত্রলীগ নেতা

১৮

টেরিটরি ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে নিটল-নিলয় গ্রুপ

১৯

১৩ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

২০
X