কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৮:৩৫ পিএম
আপডেট : ০১ মে ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের মানুষ কত?

পেহেলগাম হামলা নিয়ে ভারতের অভিযোগের বিরুদ্ধে কোয়েটায় হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদে নেমেছে। ছবি : পিপিআই
পেহেলগাম হামলা নিয়ে ভারতের অভিযোগের বিরুদ্ধে কোয়েটায় হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদে নেমেছে। ছবি : পিপিআই

কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে গর্জে উঠেছেন পাকিস্তানে বসবাসরত হিন্দুধর্মাবলম্বীরা। মঙ্গলবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় তারা ভারতের বিরুদ্ধে বিক্ষোভে মিছিল করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিক্ষোভের নেতৃত্ব দেন পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু প্রতিনিধি ও বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য সঞ্জয় কুমার। তিনি বলেন : পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর পাশে আছে। যদি ভারত পাকিস্তানে হামলার দুঃসাহস দেখায়, তাহলে পাকিস্তানের এক কোটির বেশি হিন্দু পাক সেনাবাহিনীর পাশে দাঁড়াবে।

সঞ্জয় কুমার পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের মানুষের সংখ্যা এক কোটির বেশি বললেও, পাকিস্তান সরকারের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৩ সাল, এই ছয় বছরে পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের মানুষের সংখ্যা ৩ লাখ বৃদ্ধি পেয়েছে। তবে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানে হিন্দু ধর্মাবলম্বাীদর সংখ্যা ৫.২ মিলিয়ন। দেশটিতে ইসলাম ধর্মের পরই হিন্দু ধর্মের স্থান। হিন্দু ধর্মের অনুসারী পাকিস্তানের মোট জনসংখ্যার ২.১৭ শতাংশ।

পাকিস্তানের হিন্দুরা মূলত সিন্ধুতে ঘনীভূত, সেখানে বেশিরভাগ হিন্দু ছিটমহল পাওয়া যায়। তারা সিন্ধি , সেরাইকি , আয়ার , ধাতকি , গেরা এবং গুজরাটির মতো বিভিন্ন ভাষায় কথা বলে । অনেক হিন্দু, বিশেষ করে গ্রামাঞ্চলে, স্থানীয় সুফি পীরদের শিক্ষা অনুসরণ করে অথবা ১৪ শতকের সাধক রামদেবের অনুসারী।পাকিস্তানে হিন্দুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাসনালয়গুলির মধ্যে একটি হল বেলুচিস্তানের শ্রী হিংলাজ মাতার মন্দির । বার্ষিক হিংলাজ যাত্রা পাকিস্তানের বৃহত্তম হিন্দু তীর্থস্থান।

হিন্দুদের বসবাস কোন অঞ্চলে বেশি?

হিন্দুরা পাকিস্তানের সবচেয়ে বড় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। পাকিস্তানের পরিসংখ্যন ব্যুরোর তথ্যমতে, ২০১৭ সালে পাকিস্তানে হিন্দু সংখ্যা ছিল ৪৪,১৭,০০০ জন। দেশটিতে হিন্দুদের প্রধান বসবাসস্থল সিন্ধু প্রদেশে, বিশেষ করে উমেরকোট ও থারপারকার জেলায়। থারপারকারে ৮১ হাজার ১৫০৭ জন হিন্দু বাস করেন, যা পাকিস্তানে হিন্দুদের সর্বোচ্চ সংখ্যা। উমেরকোটে হিন্দুদের অনুপাত ৫৪.৬ শতাংশ। এটি দেশের মধ্যে সবচেয়ে বেশি। ​

পাকিস্তানে হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন। উদাহরণস্বরূপ, ২০২৪ সালের এপ্রিল মাসে হিংলাজ মাতার মন্দিরে অনুষ্ঠিত হিংলাজ যাত্রা উৎসবে ১ লাখেরও বেশি হিন্দু অংশগ্রহণ করেছিলেন। এই উৎসবটি পাকিস্তানের সবচেয়ে বড় হিন্দু ধর্মীয় উৎসব হিসেবে পরিচিত। ​

বার্তাসংস্থা এপির ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে হিন্দু ধর্মাবলম্বীরা সাধারণত শান্তিপূর্ণভাবে বসবাস করেন। তবে, সাম্প্রতিক বছরগুলোতে কিছু মন্দিরে হামলার ঘটনা ঘটেছে, যা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এছাড়া, ভারত-পাকিস্তান সম্পর্কের রাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক হিন্দু তীর্থযাত্রীদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা রয়েছে। ​

সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার বলেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একতাবদ্ধ। যদি ভারত আগ্রাসনের চেষ্টা করে, তবে পাকিস্তানের এক কোটি হিন্দু সেনাবাহিনীর পাশে দাঁড়াবে।

মূলত মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় এবং রাজা দাহিরের পতনের পর , পাকিস্তানে ইসলামিকরণ শুরু হয় এবং হিন্দুদের জনসংখ্যা হ্রাস পেতে থাকে। এরপর ভারতীয় উপমহাদেশে আরও অনেক ইসলামি বিজয় পাকিস্তান অঞ্চলের মধ্য দিয়ে প্রবেশ করে, যার মধ্যে রয়েছে গজনভি , ঘুরি এবং দিল্লি সালতানাত। মুঘল সাম্রাজ্যের যুগে , পাকিস্তানের ভূমি একটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে পরিণত হয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ২

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ সব আরোহী নিহত

রাবিতে কনসার্ট বাতিল করল আর্টসেল, নেপথ্যে ছাত্রলীগের হুমকি?

পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের হুঁশিয়ারি

নেইমারের ভিলায় বাজল বাংলা গান

ইউক্রেনের হয়ে চুক্তি করতে আসিনি : ট্রাম্প

যারা বিলম্বে নির্বাচন চায়, তারা দেশের মঙ্গল চায় না : সালাম আজাদ 

কবুতরও ‘দুধ’ দেয় কিন্তু কীভাবে

ধোনিকে নিয়ে গুরুতর অভিযোগ শেবাগের

ওয়ার্ল্ড ভিশনে চাকরির সুযোগ, সপ্তাহে দুদিন ছুটি

১০

সৈকতে নেমেছিলেন চার বন্ধু, ঢেউয়ে ভেসে একজনের মৃত্যু

১১

সরকারি গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে গিয়ে দুর্ঘটনার কবলে প্রধান নির্বাহী

১২

দিল্লিতে মুঘল সম্রাটের সমাধিস্থলে ভবন ধস, নিহত ৫

১৩

জানুন মাথাব্যথার যত ধরন

১৪

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

১৫

জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ নেবেন ৩ বাহিনী প্রধান

১৬

পানিবন্দি পুরো এলাকা, মরদেহ দাফনে চরম সংকট

১৭

খালেদা জিয়ার জন্মদিনে পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার খাবার বিতরণ

১৮

১৫ আগস্টের গণভোজ খেতে গিয়ে আটক ৩

১৯

সীমান্তে ভারতীয় মদসহ বিপুল চোরাই পণ্য জব্দ

২০
X