শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৮:১১ এএম
প্রিন্ট সংস্করণ

রথযাত্রা: আত্মশুদ্ধির এক মহামার্গ

রথযাত্রা: আত্মশুদ্ধির এক মহামার্গ

রথযাত্রা—এই একটি শব্দেই যেন নিহিত আছে ভক্তির আবেগ, ঐতিহ্যের গৌরব এবং আত্মশুদ্ধির ডাক। এ শব্দটি উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি জীবন্ত ছবি: বিশাল কাঠের রথ, হাজারো মানুষের সংগীতময় কীর্তন, ধূপ-গন্ধ, মালার সৌরভ, আনন্দাশ্রু আর এক নিবিড় আধ্যাত্মিক আবেশ। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ বিশাল রথে চড়ে নীলাচল থেকে গুণ্ডিচা মন্দিরে যাত্রা করেন। বাহ্যত এটি এক বর্ণময় উৎসব, কিন্তু অন্তরে এর তাৎপর্য অনন্ত গভীর; এটি আত্মশুদ্ধির এক মহামার্গ, যা জাগায় ঈশ্বরের প্রতি আকর্ষণ, ভক্তি এবং চিরস্থায়ী আনন্দের আকাঙ্ক্ষা। এই উৎসব শুধু ধর্মীয় আচার নয়, এটি এক ঈশ্বরপ্রেমময় যাত্রা; হৃদয়ের গভীর থেকে ভগবানের দিকে ফিরে যাওয়ার এক ঐশ্বরিক সুযোগ।

রথযাত্রার প্রাচীন ইতিহাস

রথযাত্রা পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব। এর সূচনা ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে, যেখানে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে নগর পরিক্রমা করেন, শ্রীমন্দির থেকে গুণ্ডিচা মন্দিরে যাত্রা করেন। এই রীতি হাজার বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। পুরাণ অনুসারে, রথযাত্রায় অংশ নেওয়া, ভগবানকে দর্শন করা বা রথ টানা—এসবই ভগবানের কৃপা লাভ ও মুক্তির পথ প্রশস্ত করে।

ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, ‘যে ব্যক্তি রথযাত্রায় ভগবানকে দর্শন করেন এবং শ্রদ্ধাভরে তাকে স্বাগত জানান বা প্রণাম করেন, তিনি তার সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন।’ ভাবিষ্য পুরাণে বলা হয়েছে, ‘যদি কেউ নিচু পরিবারে জন্ম নিয়েও রথের সম্মুখ বা পশ্চাতে ভগবানের সঙ্গে চলে, তবে তিনি বিষ্ণুর মতো ঐশ্বর্য অর্জন করতে পারেন।’

জগন্নাথ-জগতের নাথ

জগন্নাথ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, বলদেব তার ভ্রাতা বলরাম, যিনি শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ এবং কৃষ্ণশক্তি যোগমায়াই তার ভগিনীরূপা সুভদ্রা।

জগন্নাথ—‘জগতের অধীশ্বর’। এই জগৎ পরিবর্তনশীল-গ্রহ-নক্ষত্র, প্রাণী, উদ্ভিদ সবই চলছে জন্ম-মৃত্যুর চক্রে। এ পরিবর্তনের মধ্যে ভগবান জগন্নাথই একমাত্র চিরন্তন ও অপরিবর্তনীয় সত্য।

বলরাম—‘বল’ মানে শক্তি, ‘রাম’ মানে আনন্দ। বলরাম ভগবানের আদি বিস্তার, যিনি ভক্তদের চিরস্থায়ী আনন্দ লাভের জন্য আধ্যাত্মিক শক্তি প্রদান করেন।

সুভদ্রা—‘সু’ মানে শুভ, ‘ভদ্রা’ মানে কল্যাণ। যোগমায়ার প্রকাশ সুভদ্রা। তিনি কল্যাণ ও শুভতার প্রতীক, যিনি জীবনে শুভ শক্তির আগমন ঘটান।

এই তিন বিগ্রহ একত্রে আবির্ভূত হন জীবের চেতনাকে জাগ্রত করতে এবং তাকে শাশ্বত প্রেমের পথে আহ্বান জানাতে।

রথযাত্রার বিশ্বায়ন

একসময় এই উৎসব শুধু ভারতে সীমাবদ্ধ ছিল, সেখান থেকে শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অক্লান্ত প্রচেষ্টা ও অনুপ্রেরণায় এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ১৯৬৫ সালে প্রায় ৭০ বছর বয়সে তিনি ‘জলদূত’ নামক একটি পণ্যবাহী জাহাজে চড়ে আমেরিকায় পদার্পণ করেন, উদ্দেশ্য একটাই—সারা বিশ্বে কৃষ্ণভাবনামৃত ছড়িয়ে দেওয়া। ১৯৬৭ সালে সান ফ্রান্সিসকোতে প্রথম রথযাত্রার আয়োজন করেন তিনি। জয়ানন্দ দাস নামে তার এক নিষ্ঠাবান শিষ্য নিজ হাতে প্রথম চারটি রথ নির্মাণ করেন। এরপর লন্ডন, নিউইয়র্ক, টোকিও, মেলবোর্ন, বোম্বে, কলকাতাসহ শত শত শহরে রথযাত্রা অনুষ্ঠিত হতে থাকে।

রথযাত্রার অন্তর্নিহিত তাৎপর্য

রথযাত্রা আমাদের শেখায় বিনয়, সেবা, সহানুভূতি এবং ঈশ্বর-নিবেদিত জীবনযাপন। রথ টানা মানে কেবল কাঠের রথ নয়, নিজ অহংকার, কামনা ও ভোগস্পৃহাকে টেনে সরিয়ে হৃদয়কে শুদ্ধ করা এবং ভগবানের দিকে অগ্রসর হওয়া।

পাঠকের প্রতি আহ্বান

এই রথযাত্রা উপলক্ষে আমাদের বিনীত প্রার্থনা—এ উৎসবের বাহ্যিক রূপ উপভোগের পাশাপাশি তার অন্তর্নিহিত তাত্ত্বিক ও আধ্যাত্মিক তাৎপর্য হৃদয় দিয়ে অনুধাবন করুন। এই রথের মতো নিজ হৃদয়কেও ভগবানের চরণে টেনে নিয়ে যান। যেখানে ভগবান, সেখানেই আনন্দ। রথযাত্রা সেই চিরন্তন আনন্দেরই আহ্বান। আসুন, এই রথযাত্রায় আমরা শুধু রথই নয়, নিজ হৃদয়কেও ঈশ্বরপ্রেমে সমর্পণ করি।—হরেকৃষ্ণ

লেখক: সাধারণ সম্পাদক, ইসকন, বাংলাদেশ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল নিয়ে অবশেষে বড় ঘোষণা

কমলো সঞ্চয়পত্রের মুনাফার হার, আজ থেকে কার্যকর

৫ দিনেও হয়নি সেই নারীর ডাক্তারি পরীক্ষা

যুদ্ধবিরতির পর নিহতের নতুন সংখ্যা জানাল ইরান

সিটিকে বিদায় করে ক্লাব বিশ্বকাপে আল হিলালের বড় অঘটন

ডেঙ্গু জ্বর: কিছু তথ্য

এইচএসসিতে প্রশ্নপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কতা

জুলাই অভ‍্যুত্থান : মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

৪৪তম বিসিএসের প্রশাসন ক্যাডারে প্রথম ফরহাদ

‘দুঃখিত, এবার আর তা হবে না’

১০

‘কূটনীতির দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না’

১১

তেলের দামে বড় পতনের আভাস

১২

এসএসসি পাসেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

১৩

৩২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বাবা-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৪

জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি / রাজু ভাস্কর্যে ছাত্রসমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা

১৫

ইরানের কমান্ডার কানি গুপ্তচর কি না, জানাল মোসাদ

১৬

যুক্তরাষ্ট্রের হাত ধরেই শুরু হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি

১৭

চাল না কিনলে জাপানে নতুন করে শুল্কের হুমকি যুক্তরাষ্ট্রের

১৮

হলি আর্টিসান হামলার আজ ৯ বছর

১৯

সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের ৮৬তম জন্মবার্ষিকী আজ

২০
X