সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

শান্তির আলোকবর্তিকার আগমন

৫৪তম জশনে জুলুস
শান্তির আলোকবর্তিকার আগমন

‘ঈদ’ উৎসব আসিল রে যেন দুর্ভিক্ষের দিনে, যত ‘দুশমনি’ ছিল যথা নিল ‘দোসতি’ আসিয়া জিনে। নহে আরবের, নহে এশিয়ার,বিশ্বে সে একদিন, ধূলির ধরার জ্যোতিতে হল গো বেহেশত জ্যোতিহীন!

(মরু ভাস্কর, কাজী নজরুল ইসলাম)।

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এই দিনে অন্ধকারে নিমজ্জিত জগৎকে আলোকিত করতে, বিপর্যস্ত মানবতাকে সঠিক-সরল পথ দেখাতে, অমানিশার করাল গ্রাস থেকে পৃথিবীকে আলোর সন্ধান দিতে এবং অশান্ত পৃথিবীতে শান্তির আলোকবর্তিকা জ্বালাতে, বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, গোটা জাহানের রহমত হজরত মুহাম্মদ (সা.)-এর এই ধরাধামে শুভাগমনের দিন আজ। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামে দেশের অন্যতম দ্বীনি সংস্থা আনজুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুলুসে সমাগম হবে প্রায় কোটি মানুষের। এবার পূর্ণ হবে নবী (সা.)-এর শুভাগমনের দেড় হাজার বছর। শতাব্দী পূর্ণ করল আনজুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টও। তা ছাড়া এবার অর্ধশতক পূর্ণ করল আনজুমানের অন্যতম নিয়মিত প্রকাশনা ‘তরজুমানে আহলে সুন্নাত’। প্রতি বছর ৯ রবিউল আউয়াল ঢাকা এবং ১২ রবিউল আউয়াল চট্টগ্রামে জশনে জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে। এবার জুলুসে নেতৃত্ব দেবেন পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.)। সঙ্গে থাকবেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ এবং সাহেবজাদা সৈয়দ মেহমুদ আহমদ শাহ।

জানা যায়, মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমান ট্রাস্টের ব্যবস্থাপনায় এবার ৫৪তম জুলুস অনুষ্ঠিত হচ্ছে। জুলুস উপলক্ষে চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, মাদ্রাসার মাঠ, জুলুস মাঠ, নগরের মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা, কাজীর দেউড়ি মোড়, নিউমার্কেট, ২নং গেট, জিইসি মোড়সহ আশপাশের এলাকাগুলো পেয়েছে নতুন অবয়ব। তা ছাড়া নগরের বড় বড় মোড়ে স্থাপন করা হয়েছে মসজিদে নববির (সা.) মিনারের আদলে বড় আকারের দৃষ্টিনন্দন সবুজ মিনার। নগরজুড়ে শোভা পাচ্ছে দেশের গর্বের লাল-সবুজ পতাকা এবং চাঁদ-তারা ও কালেমা খচিত পতাকা। সর্বত্র তৈরি হয়েছে ইসলামী ও ধর্মীয় আবহ। জুলুসের দুই সপ্তাহ আগে থেকেই নগরজুড়ে শুরু হয় সাজসজ্জা। সাজানো হয়েছে সরকারি অফিসগুলোও।

আনজুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মনজুর আলম মনজু কালবেলাকে বলেন, এবার আমরা ৫৪তম জুলুস উদযাপন করব। একসময় ক্ষুদ্র পরিসরে আয়োজিত জুলুস আজ মহিরুহে পরিণত হয়েছে। চট্টগ্রামের সর্বত্র মহাসমারোহে পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী পালিত হয়। এটি এখন ইসলামী সংস্কৃতির অনন্য সুষ্ঠু নিদর্শন। মুসলিম মিল্লাতের ঐক্যের প্রতীক।

ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর এই পৃথিবীতে শুভাগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে খুশি উদযাপন উপলক্ষে আনন্দ মিছিল বা শোভাযাত্রা বের করাকে জশনে জুলুস বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব, পুলিশের তদন্ত শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে ৫৪তম জশনে জুলুস

নতুন রুপে শাহরুখ

সবসময় ক্লান্ত লাগে? সহজ সমাধান বিট কেভাস

নৌকাডুবিতে মায়ের মৃত্যু, মেয়ে নিখোঁজ

পাহাড়ের বুকে সৌদি আরবের ফাইভ স্টার হোটেল 

সারাদিন সতেজ থাকতে সকালে করুন এই সহজ ব্যায়াম

ম্যাজিস্ট্রেট আসার খবরে পালালেন বর-কনে

বিপাকে শিল্পা-রাজ

রাজবাড়ীর ঘটনায় সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে : এনসিপি

১০

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১১

আজ সালমান শাহর মৃত্যুবার্ষিকী

১২

ডাকসু নির্বাচন, যা বলছেন প্রার্থীরা

১৩

রাস্তায় এখন কিয়ার ইভি৫

১৪

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

৬ দিনেও ইমতিয়াজের জ্ঞান ফেরেনি, মামুনের অবস্থার উন্নতি

১৭

টিভিতে আজকের খেলা

১৮

সুদানে ভূমিধসে দুই শতাধিক শিশুর মৃত্যু

১৯

৬ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X