বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১০ হাজার মাইল দূর থেকে তারেক রহমান জুলাই বিপ্লবের জমি চাষ করেছিলেন। সেই বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এ দেশের জিয়ার সৈনিকদের লাশ পড়েছিল শীতলক্ষ্যা, বুড়িগঙ্গার তীরে, রাস্তা ঘাটে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বগুড়ায় শহীদ টিটু মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, যারা আদর্শ নিয়ে চলে তাদের নির্বাচিত করতে হবে। একটি দল ধর্মকে সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের কোনো কিছু ধরলেই সাইবার বুলিং করা হচ্ছে। ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল রয়েছে। তার বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে। শিবিরের প্রার্থীরা নাকি ছাত্রলীগের পদধারী ছিল। তারা আবার আদর্শের কথা বলে। এখন সময় দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ছাত্রদলের প্যানেলের বিজয় নিশ্চিত করা।
রিজভী বলেন, জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন এ দেশের মানুষকে পরিপূর্ণ করার জন্য। তিনি ১৯ দফা দিয়ে দেশকে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন অর্থনীতি, উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতকে এগিয়ে নিতে। ঠিক সেভাবে দেশকে এগিয়ে নিতে ৩১ দফা দিয়েছেন তারেক রহমান। ৩১ দফায় আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। দেশ হবে প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ, ক্ষুধা, দুর্নীতি, দারিদ্র্য, বেকারমুক্ত বাংলাদেশ।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের আহ্বানে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ- অর্থনীতিবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কে এম খায়রুল বাসারের সঞ্চালনায় আলোচনা সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় যুবদলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. লোহানী, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. আওয়াল, জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন