রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।
শনিবার (০৬ আগস্ট) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সিরডাপ মিলনায়তনে বেলা সাড়ে ১০টায় ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক নগর সংলাপে অংশ নেবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার কর্মসূচি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সকাল ১০টায় ‘পল্লী দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিএনপির কর্মসূচি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর ১২টা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে যাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বেলা ১১টায় ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
মন্তব্য করুন