দেশের জনপ্রিয় রক ব্যান্ড ক্রিপটিক ফেইট। কনসার্ট ও নতুন গান দিয়ে দর্শকদের মধ্যে নিজেদের অবস্থান অনেক আগেই শক্ত করেছে দলটি। এবার তাদের পুরোনো একটি গান নতুন করে প্রকাশ পেয়েছে।
ব্যান্ডটির বেশ পুরোনো কিংবা প্রায় হারিয়ে যাওয়া একটি গান নতুন করে প্রকাশ হয়েছে জি সিরিজের ইউটিউব চ্যানেলে। ১৮ আগস্ট প্রকাশিত এ গানের নাম ‘তেপান্তর’, যা সিডি ও ব্যান্ড মিক্সড আমলে প্রকাশ হয়েছিল ‘হাতিয়ার’ নামের অ্যালবামে। এর মধ্যে সিডি ক্যাসেটের অধ্যায়ে ইতি ঘটেছে। গানটিও সে অর্থে চাপা পড়েছিল। তবে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ গানটিকে নতুন গ্রাফিকসে প্রকাশ করেছে ইউটিউবে।
এ বিষয়ে ক্রিপটিক ফেইটের মুখপাত্র রাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো তথ্য দিতে পারেননি। তিনি জানান, নতুন করে গানটি প্রকাশের বিষয়ে কিছুই জানে না ক্রিপটিক
ফেইট।