

বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল ৫’। মুক্তির ষষ্ঠ দিনে ভারতের বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ১২০.২৫ কোটি রুপি। অক্ষয় কুমার ও অভিষেক বচ্চন অভিনীত এ ছবিটি পরিচালনা করেছেন তরুণ মনসুখানি। শুধু তাই নয়, মাত্র পাঁচ দিনে সিনেমাটি সালমান খানের ‘সিকান্দার’র সমগ্র ব্যবসার চেয়েও বেশি আয় করেছে।
২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমাগুলোর মধ্যে এটি এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ আয়কারী ছবি। এরই মধ্যে এটি সালমান খানের ‘সিকান্দার’-এর ১১০.৩ কোটির আয়কে ছাড়িয়ে গেছে।
‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা নিয়ে অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন দর্শকরা। এর আগে ‘হাউসফুল ৪’ ব্যবসা করেছিল ৮৭.৭৮ কোটি টাকা। ‘হাউসফুল ৩’র সংগ্রহ ছিল ৬১.৫৩ কোটি রুপি। ‘হাউসফুল ২’ আয় করে ৪৬.২৩ কোটি রুপি। একই সময়ে ‘হাউসফুল ১’র আয় ছিল ৩৭ কোটি রুপি। এদিক থেকে দেখতে গেলেও হাউসফুল ফ্র্যাঞ্চাইজির রেকর্ড ভেঙে দিয়েছে ‘হাউসফুল ৫’।
‘হাউসফুল ৫’ ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, নানা পাটেকর, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, শ্রেয়স তলপড়ে, ডিনো মারিয়া, ফারদিন খান, নারগিস ফাখরি, জ্যাকুলিন ফার্নান্দেজ, চিত্রাঙ্গদা সিংসহ আরও অনেকে।
মন্তব্য করুন