

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। স্পেনের ভ্যালাদোলিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আলী আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ইয়াং জুরি অ্যাওয়ার্ড জিতেছে। বিষয়টি নির্মাতা আদনান আল রাজীব নিজেই জানিয়েছেন।
উপকূলীয় একটি শহরের গল্পে ছবিটি নির্মিত হয়েছে। সেই শহরে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন আল আমিন। আলী চরিত্রে অভিনয় করেছেন নোয়াখালীর ছেলে আল আমিন। তার মায়ের ভূমিকায় আছেন ইন্দ্রানী সোমা।
‘আলী’র চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের নির্মাতা আরভিন বেলারমিনো ও কাইলা রোমেরো। ‘আলী’র মূল প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্যাটালগ’।
এটি আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও ফিলিপাইনের আরভিন বেলারমিনোর প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমায় ‘আলী’ চরিত্রে অভিনয় করেছেন আল আমিন।
মন্তব্য করুন