ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৫:২৩ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির ১৭তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব কাল শুরু

মঞ্চে নাটকের দৃশ্য। ছবি : কালবেলা
মঞ্চে নাটকের দৃশ্য। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে শুরু হচ্ছে ১৭তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২৩।

আজ রোববার (১ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। উৎসবে বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনায় ১৫টি বাংলা নাটক মঞ্চস্থ হবে।

আয়োজকরা জানান, আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসব উদ্বোধন করবেন। যা ১০ অক্টোবর পর্যন্ত চলবে। ৯ দিনব্যাপী এ উৎসব প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে টিএসসি মিলনায়নে শুরু হবে। এ নাট্যোৎসবে বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ। ইতোপূর্বে বিশেষ সম্মাননা পেয়েছেন সেলিম আলদীন, ফেরদৌসী মজুমদার, সৈয়দ শামসুল হক, আলী যাকের, আতাউর রহমান, রামেন্দু মজুমদার ও আসাদুজ্জামান নূর।

সংবাদ সম্মেলনে ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বলেন, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ জ্ঞানচর্চা, সৃষ্টিশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে। অন্যদিকে বাঙালির আত্মপরিচয় বিনির্মাণে সাংস্কৃতিক বহুত্ববাদ এবং বৈচিত্র্যময় মানবজীবনে দেহ ও আত্মার স্বরূপ অন্বেষণেও আমরা সচেতনভাবে আগ্রহী। মানব মনের সৌন্দর্য, উপলব্ধি ও অগ্রন্থিত অনুভূতি প্রকাশের অন্যতম ক্ষেত্র শিল্প। এই শৈল্পিক প্রকাশে অনুভব ও অনুশীলন দ্বারা অধিগত সৃজনের এক নান্দনিক উপস্থাপন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব।

তিনি আরও বলেন, এবারের ১৭তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব বিশেষভাবে অনন্য। কেননা কেবল বাংলা নাটক নিয়ে এই নাট্যোৎসবের বিন্যাস করা হয়েছে। নাট্যোৎসবে বাংলা ভাষার গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের ১৫টি নাটক মঞ্চায়িত হবে। শিক্ষার্থী নির্দেশকরা উৎসবে তাদের সৃজনশীলতা ও অর্জিত জ্ঞান প্রয়োগ করবে। উৎসবে বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদকে নাট্যজন সম্মাননা প্রদান করা হচ্ছে। বাংলাদেশের নাট্যচর্চায় মামুনুর রশীদের অবদান স্মরণ করে এই সম্মাননা- তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। ঐতিহ্য ও পরম্পরার নন্দন দোলায় স্নাপিত সৃজনশীল অভিব্যক্তি কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব। শিল্প ও জ্ঞানের এই মিথস্ক্রিয়া বহুকাল সমুজ্জ্বল থাকবে বলে বিশ্বাস করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাখির খাদ্যের আড়ালে এলো নিষিদ্ধ পণ্য

ফ্যামিলি ফিউডের অনুষ্ঠানে তাহসানের অনুরোধ

খুবিতে বিদায়ী শিক্ষার্থীদের ‘আল ই’তিসাম-২১’  শিক্ষা সমাপনী অনুষ্ঠিত

মঞ্চে দেরি করে আসায়, বিতর্কে মাধুরী

শুক্রবার ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ভোটার ও প্রার্থীদের সুবিধার্থে পরীক্ষা স্থগিত রাখার দাবি জবি ছাত্র ফ্রন্টের

জেমকন গ্রুপের সিইও কাজী আনিসের সম্পদ জব্দ

২০২৬ সালে কত দিন ছুটি, জানাল সরকার

পরীক্ষামূলক পরিচালনার সময় দুর্ঘটনায় ট্রেন, মারাত্মক ক্ষতিগ্রস্ত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের ল্যাব উদ্বোধন

১০

বিপিএলের ১২তম আসরে যে নামে খেলবে রাজশাহী

১১

খুলনার কয়রায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

আমার পঞ্চাশ বছর বয়সী লুকটা দেখার অপেক্ষায় আছি: পরী মণি

১৩

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারী প্রার্থীদের জন্য নতুন নিয়ম

১৪

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

১৫

ময়মনসিংহে পৃথক দুটি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

১৬

বিপিএল : নিলামের আগেই দল পেলেন তামিম

১৭

শাহরুখপুত্রের প্রেমিকা লারিসার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ 

১৮

বিয়ে হচ্ছে না? এই ৫ আমলে দ্রুত মিলবে সমাধান

১৯

টাইফুনের তাণ্ডবে জরুরি অবস্থা জারি

২০
X