কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের মাসজুড়ে শিল্পকলা একাডেমির আয়োজন

শিল্পকলা একাডেমিতে সমবেত নৃত্য পরিবেশন করেছেন শিল্পীরা। ছবি : কালবেলা
শিল্পকলা একাডেমিতে সমবেত নৃত্য পরিবেশন করেছেন শিল্পীরা। ছবি : কালবেলা

‘গণজাগরণের সাংস্কৃতিক উৎসব’ রবিবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হয়ে চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। কয়েকটি এলাকায় ১৭-২৩ ডিসেম্বর ঢাকার ৩৬ টি স্থানে প্রদর্শিত হবে অ্যাক্রোবেটিক প্রদর্শনী। আগামীকাল ১৮ ডিসেম্বর প্রদর্শনী হবে মিরপুরে।

শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার অভিলক্ষ্যে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখর’ এই প্রতিপাদ্য নিয়ে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শিল্পের সকল শাখার সমন্বয়ে দেশব্যাপী বহুমুখী সাংস্কৃতিক কর্মযজ্ঞের বাস্তবায়িত রূপ গণজাগরণের সাংস্কৃতিক উৎসব, যন্ত্র সংগীত উৎসব এবং অ্যাক্রোবেটিক উৎসব। এই সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ায় সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে ডিসেম্বর মাসব্যাপী চলছে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব।

রোববার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ৯ দিনব্যাপী গণজাগরণের সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

তিনি বলেন, একে অপরের দুঃখে আমরা যেন এগিয়ে আসি, আমরা চাই প্রত্যেক মানুষ মানবিক, সৃজনশীল ও শিল্প সমৃদ্ধ হোক। বাংলাদেশ শহীদদের দেশ, লালন, নজরুল-রবীন্দ্রনাথের দেশ। আমরা সে কারণেই স্বপ্ন সংগ্রাম করছি, সাংস্কৃতিক আন্দোলন করছি তার অংশ হিসেবেই আমাদের এই গণজাগরণের সাংস্কৃতিক উৎসব। ৬৪ জেলায় এই উৎসব হয়েছে। এই আন্দোলনের মাধ্যমেই আমরা সকলে ঐক্যবদ্ধ হবো।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যনন্দন (নৃত্য পরিচালক শর্মিলা বন্দোপাধ্যায়) ‘আনন্দ ধ্বনি জাগাও’। সমবেত নৃত্য পরিবেশন করেন তুরঙ্গমী (নৃত্য পরিচালক পুজা সেনগুপ্ত) ‘নন্দিনী’; সমবেত নৃত্য পরিবেশন করে সৃষ্টি কালচারাল সেন্টার (নৃত্য পরিচালক আনিসুর ইসলাম হীরা) ‘বাংলাতে হয় সূর্যোদয়’; সমবেত নৃত্য পরিবেশন করে (নৃত্যনন্দন পরিচালক শর্মিলী বন্দোপাধ্যায়) ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’; সমবেত নৃত্য পরিবেশন করে সৃষ্টি কালচারাল সেন্টার (নৃত্য পরিচালক আনিসুর ইসলাম হীরা) ‘বঙ্গবন্ধু মানেই শক্তি’; সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যদল তুরঙ্গমী (নৃত্য পরিচালক পুজা সেনগুপ্ত) ‘বাংলাদেশের মাটি’ এবং সমবেত নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্য শিল্পীরা ‘-মনে রং লেগেছে’।

একক সংগীত পরিবেশন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ। এ ছাড়াও একক সংগীত পরিবেশন করেন প্রিয়াঙ্কা বিশ্বাস, মনির বাউল; সমবেত সংগীত পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু শিল্পীরা ‘ধন্য মুজিব ধন্য’; দ্বৈত সংগীত পরিবেশন করেন মো. সোহানুর রহমান ও রোকসানা আক্তার এবং জাপানি শিল্পীদের পরিবেশনায় সমবেত সংগীত পরিবেশিত হয়। আবৃত্তি করেন কল্লোল ও কাজী বুশরা আহমেদ তিথি। এ ছাড়াও তারকা শিল্পী হিসেবে পরিবেশনায় যুক্ত হোন আহসান হাবীব নাসিম এবং স্বাগতা। উপস্থাপনা করেন ডালিয়া আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

ঘুম থেকে ওঠার পরই সারা শরীরে ব্যথা হয়? ভয়াবহ রোগের লক্ষণ নয় তো

আকিজ গ্রুপে চাকরি, পাবেন গ্র্যাচুইটিও

ট্রাফিক জরিমানার নামে ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা, ডিএমপির সতর্কতা

আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন নদীপাড়ের মানুষ

টিভিতে আজকের যত যত খেলা

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, ডিমলার বন্যা রক্ষা বাঁধ ঝুঁকিতে

৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

১০

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

১১

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

১২

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

১৩

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

১৪

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

১৫

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

১৬

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

১৭

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

১৮

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

১৯

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

২০
X