কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের মাসজুড়ে শিল্পকলা একাডেমির আয়োজন

শিল্পকলা একাডেমিতে সমবেত নৃত্য পরিবেশন করেছেন শিল্পীরা। ছবি : কালবেলা
শিল্পকলা একাডেমিতে সমবেত নৃত্য পরিবেশন করেছেন শিল্পীরা। ছবি : কালবেলা

‘গণজাগরণের সাংস্কৃতিক উৎসব’ রবিবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হয়ে চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। কয়েকটি এলাকায় ১৭-২৩ ডিসেম্বর ঢাকার ৩৬ টি স্থানে প্রদর্শিত হবে অ্যাক্রোবেটিক প্রদর্শনী। আগামীকাল ১৮ ডিসেম্বর প্রদর্শনী হবে মিরপুরে।

শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার অভিলক্ষ্যে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখর’ এই প্রতিপাদ্য নিয়ে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শিল্পের সকল শাখার সমন্বয়ে দেশব্যাপী বহুমুখী সাংস্কৃতিক কর্মযজ্ঞের বাস্তবায়িত রূপ গণজাগরণের সাংস্কৃতিক উৎসব, যন্ত্র সংগীত উৎসব এবং অ্যাক্রোবেটিক উৎসব। এই সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ায় সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে ডিসেম্বর মাসব্যাপী চলছে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব।

রোববার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ৯ দিনব্যাপী গণজাগরণের সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

তিনি বলেন, একে অপরের দুঃখে আমরা যেন এগিয়ে আসি, আমরা চাই প্রত্যেক মানুষ মানবিক, সৃজনশীল ও শিল্প সমৃদ্ধ হোক। বাংলাদেশ শহীদদের দেশ, লালন, নজরুল-রবীন্দ্রনাথের দেশ। আমরা সে কারণেই স্বপ্ন সংগ্রাম করছি, সাংস্কৃতিক আন্দোলন করছি তার অংশ হিসেবেই আমাদের এই গণজাগরণের সাংস্কৃতিক উৎসব। ৬৪ জেলায় এই উৎসব হয়েছে। এই আন্দোলনের মাধ্যমেই আমরা সকলে ঐক্যবদ্ধ হবো।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যনন্দন (নৃত্য পরিচালক শর্মিলা বন্দোপাধ্যায়) ‘আনন্দ ধ্বনি জাগাও’। সমবেত নৃত্য পরিবেশন করেন তুরঙ্গমী (নৃত্য পরিচালক পুজা সেনগুপ্ত) ‘নন্দিনী’; সমবেত নৃত্য পরিবেশন করে সৃষ্টি কালচারাল সেন্টার (নৃত্য পরিচালক আনিসুর ইসলাম হীরা) ‘বাংলাতে হয় সূর্যোদয়’; সমবেত নৃত্য পরিবেশন করে (নৃত্যনন্দন পরিচালক শর্মিলী বন্দোপাধ্যায়) ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’; সমবেত নৃত্য পরিবেশন করে সৃষ্টি কালচারাল সেন্টার (নৃত্য পরিচালক আনিসুর ইসলাম হীরা) ‘বঙ্গবন্ধু মানেই শক্তি’; সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যদল তুরঙ্গমী (নৃত্য পরিচালক পুজা সেনগুপ্ত) ‘বাংলাদেশের মাটি’ এবং সমবেত নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্য শিল্পীরা ‘-মনে রং লেগেছে’।

একক সংগীত পরিবেশন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ। এ ছাড়াও একক সংগীত পরিবেশন করেন প্রিয়াঙ্কা বিশ্বাস, মনির বাউল; সমবেত সংগীত পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু শিল্পীরা ‘ধন্য মুজিব ধন্য’; দ্বৈত সংগীত পরিবেশন করেন মো. সোহানুর রহমান ও রোকসানা আক্তার এবং জাপানি শিল্পীদের পরিবেশনায় সমবেত সংগীত পরিবেশিত হয়। আবৃত্তি করেন কল্লোল ও কাজী বুশরা আহমেদ তিথি। এ ছাড়াও তারকা শিল্পী হিসেবে পরিবেশনায় যুক্ত হোন আহসান হাবীব নাসিম এবং স্বাগতা। উপস্থাপনা করেন ডালিয়া আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জামায়াত নেতাকে জরিমানা

দুধ চা ছাড়া চলেই না? জানুন নিয়মিত খেলে শরীরে কী হতে পারে

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

‘দলীয় পুলিশ’ থেকে স্ব-মহিমায় ফেরার অঙ্গীকার আইজিপির

সংসার ভাঙছে তাহসান–রোজার

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাগপার রাশেদ প্রধান

বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের চতুর্থ এজিএম অনুষ্ঠিত

খালেদা জিয়ার দেশপ্রেম ও আপসহীনতাই আমাদের আদর্শ : ইশরাক

মাদুরোর মতো পুতিনকেও তুলে নেওয়ার প্রস্তাবে যা বললেন ট্রাম্প

১০

মাদ্রাসা কেন্দ্রে বসছে সিসি ক্যামেরা, তালিকা চেয়েছে সরকার 

১১

আবারও ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প

১২

পাবনার ২টি আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন

১৩

কিশোরগঞ্জে ছেলের হাতে বাবা খুন

১৪

আ.লীগ নেতাকর্মীদের হয়রানি করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি হারুনের

১৫

বিএনপির নির্বাচনী অফিসে কল সেন্টার চালু

১৬

গ্লিসারিন কি ত্বক ও মুখের জন্য ভালো

১৭

ইরানে বিক্ষোভ দমনে বিদেশি মিলিশিয়া মোতায়েনের অভিযোগ

১৮

বিএনপি নেতাকে বেধড়ক মারধর

১৯

ওসির সঙ্গে আ.লীগ নেতাদের গোপন বৈঠক

২০
X