বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, ‘শিল্পের সকল শাখার শিল্পীকে যুক্ত করাই আমাদের লক্ষ্য। যারা গণজাগরণের শিল্প উৎসবে অংশগ্রহণ করছেন তাদের আমরা শিল্প-যোদ্ধা হিসেবে চিহ্নিত করেছি। কারণ আমরা বিশ্বাস করি শিল্পীরাই পারে জাতিকে ঐক্যবদ্ধ করতে’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ‘উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলন হয়। ৫ মিনিটের চলচ্চিত্র প্রতিযোগিতা ও উৎসব ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সারাদেশে একযোগে ‘গণজাগরণের চলচ্চিত্র উৎসব ২০২৩’ আয়োজনের লক্ষ্যে এ সংবাদ সম্মেলন।
নারীর ক্ষমতায়ন, স্থানীয়, আঞ্চলিক আয় এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বা সম্প্রসারণ, বুদ্ধিবৃত্তিক বিকাশ, সুস্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, উদ্ভাবন এবং অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং জীববৈচিত্র্যের মতো পরিবেশগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থাসহ অবকাঠামোগত উন্নয়ন এর পাশাপাশি আরও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এই সামগ্রিক উন্নয়নের একটি খণ্ডিত রূপকে চলচ্চিত্রের মাধ্যমে সকলের সামনে তুলে ধরতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে- ‘উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশ’ শীর্ষক ৫মিনিটের চলচ্চিত্র প্রতিযোগিতা ও উৎসব ২০২৩।
সিলেকশন ও জুরি কমিটির সদস্যদের মধ্যে আহ্বায়ক ছিলেন মসিহ্উদ্দিন শাকের, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলেন সালাহউদ্দিন আহমেদ সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অনুপম হায়াৎ, চলচ্চিত্র গবেষক ছিলেন সদস্য, শামীম আখতার, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক, সদস্য, জাহিদুর রহিম অঞ্জন, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক, সদস্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় নাট্যশালা মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হবে।
মন্তব্য করুন