প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কারও পক্ষে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মনে করেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
তিনি বলেন, কিছুদিন আগেও আমরা শুনেছি, আগামী সপ্তাহের মধ্যেই বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। ব্যাংকে গেলে টাকা পাওয়া যাবে না। অর্থনীতির ডুবু-ডুবু অবস্থা। এ মুহূর্তে প্রধানমন্ত্রী আপনি ছাড়া বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, এই অর্থনীতি আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।
গত সোমবার (২২ জুলাই) গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে তিনি এসব কথা বলেন।
হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ নয় শুধু, সারা পৃথিবী জানে প্রধানমন্ত্রী আপনি সমস্যা ব্যবস্থাপনায় অন্যতম পথিকৃৎ। সবকিছু মোকাবিলা করতে পারেন। আপনার সরকার আমলে ২০১৩-১৪ তে আমরা দেখেছি, তখন ক্রাইসিস হয়েছে, যা আপনি মোকাবিলা করেছেন। এই ক্রাইসিসও মোকাবিলা হবে।
হেলাল উদ্দিন বলেন, আজকে বাংলাদেশের প্রায় দুই কোটি মানুষ যারা দিন আনে, দিন খায়। তাদের অবস্থাটা কী? আজকে ১০ থেকে ১২ দিন ধরে কার্যত তারা বেকার। যারা দিন আনে, দিন খায় তাদের কি বেঁচে থাকার অধিকার নেই? এই দুই কোটি মানুষের কথা কেউ ভাবছে না। যারা আন্দোলন করছে, তারা আন্দোলন করেই যাচ্ছে। আজকে রাস্তাঘাট সবকিছুই বন্ধ। এ রকম একটি পরিস্থিতি যেভাবেই হোক ঠিক করা দরকার।
তিনি বলেন, আমরা জানি আপনি সমস্যা ব্যবস্থাপনা ভালো জানেন। আপনি দ্রুত সময়ের মধ্যে এ সমস্ত যানজট মুক্ত করে আমাদের ব্যবসায় ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। বিশেষ করে, ক্ষুদ্র ব্যবসায়ীদের। আমরা বিশ্বাস করি অর্থনীতি বেঁচে না থাকলে আমরা বেঁচে থাকব না। ব্যবসায়ীরা ভালো থাকবেন না, রাষ্ট্র ভালো থাকবে না। তাই যা যা করণীয় আপনি সবকিছু করবেন। আমরা আপনার পাশে আছি। অতীতেও ছিলাম, আগামীতেও থাকব।
মন্তব্য করুন