কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে দেওয়া ঋণের সুদ কমানোর দাবি : অর্থ উপদেষ্টার

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক চলাকালে। ছবি : সংগৃহীত
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক চলাকালে। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, চীন থেকে আমরা যে ঋণ নিয়েছি, তার সুদের হার কমানোর দাবি তুলে ধরেছি। সে সঙ্গে ঋণ পরিশোধের সময়সীমাও বাড়ানোর প্রস্তাব করেছি।

মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার কার্যালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীও উপস্থিত ছিলেন।

চীনের সঙ্গে চলমান প্রকল্পগুলো চলবে উল্লেখ করে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, চীনকে সুদের হার কমানোর বিষয়টি বলা হয়েছে।

এদিকে ঋণের সুদ এবং সময়সীমা বাড়ানোর প্রসঙ্গে তিনি তার সরকারের সঙ্গে আলোচনা করে জানাবেন বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, চীনা রাষ্ট্রদূতকে বলা হয়েছে, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। প্রকল্পের কাজের জন্য অন্তর্বর্তী সরকার তাদের সমর্থন দেবে।

পূর্বের সরকারের সময় অনেক প্রকল্পে অপচয় হয়েছে ‍উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, প্রকল্পে অপচয় এখন যেন না হয়; সে বিষয়েও বলা হয়েছে এবং আগে অযাচিতভাবে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমরা এমন কোনো প্রকল্প আর নেব না।’

এ প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন, মানুষের কল্যাণে কাজে লাগে, এমন প্রকল্প গ্রহণ করতে হবে। তা না হলে ঋণের বোঝা বাড়ে, যা সাধারণ মানুষের ওপরই গিয়ে বর্তায়।

সদ্য বিদায়ী সরকার মোট ১৮ লাখ কোটি টাকা ঋণের বিষয়ে উপদেষ্টার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ১৮ লাখ কোটি টাকার ঋণ মাথায় নিয়ে কাজ শুরু করছি। এটি চ্যালেঞ্জ বটে। এখন থেকে ঋণের অর্থের ব্যবহারের গুণগত মান নিশ্চিত করা হবে। এটা আসলেই আমাদের জন্য বড় প্রেশার।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক শুরুর পূর্বে সাংবাদিকদের জানান, বাংলাদেশে চীন যেসব প্রকল্পে যুক্ত, সেগুলো তারা চালিয়ে যেতে চান। এজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের সহায়তা প্রয়োজন বলেও উল্লেখ করেন। তিনি বলেন, সহায়তা পেলে প্রকল্পগুলো চালিয়ে যাওয়া সহজ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ নারীকে তালাবদ্ধ করে রাখেন বিআরডিবি কর্মকর্তা

এসএসসিতে উত্তীর্ণ হওয়ায় পিতৃহীন সুরাইয়াকে তারেক রহমানের শুভেচ্ছা

গায়ানায় রাজ সাকিবের, শ্রীলঙ্কায় ভঙ্গুর বাংলাদেশ

শুল্ক আলোচনায় অগ্রগতি / মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বৈঠক করলেন বাণিজ্য উপদেষ্টা

জবির ভূমিদাতা কিশোরী লালের শততম মৃত্যুবার্ষিকী পালন

শিক্ষকের ওপর হামলা, জবি ছাত্রদল নেতা মাহমুদুলের পদ স্থগিত

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত গ্রেপ্তার

পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধে হাইকোর্টে রিট

মাংসপেশিতে চোট জাকেরের

জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদে ৩ দাবিতে বিক্ষোভ

১০

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ / দেশে ৩৩০ দিনে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা আড়াই হাজার

১১

বগুড়ায় আ.লীগ নেতার কারাদণ্ড

১২

ফিরেই ঝলক, সাকিবের ব্যাটে দুর্দান্ত ফিফটি

১৩

রংপুর ইপিজেড বাস্তবায়ন নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ

১৪

গায়েবি মামলার আতঙ্কে ২০ গ্রামের মানুষ

১৫

পিআর পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থান উদ্বেগজনক : মামুনুল হক

১৬

সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল ফায়ার সার্ভিসের গাভি

১৭

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আ স ম রব

১৮

মহড়া চলাকালে মালয়েশিয়ায় পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত

১৯

কেন্দ্রের ভুলে এসএসসিতে কাটা গেল ২৫ নম্বর!

২০
X