ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে তিন দিনব্যাপী বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) শুরু হয়ে মেলাটি শনিবার (২৬ জুলাই) পর্যন্ত চলে।
মেলা উপলক্ষে শুক্রবার (২৫ জুলাই) বাংলাদেশে লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটির (লেটসবি) পক্ষ হাইভোল্টেজ প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়।
এতে অংশ নেন বেঙ্গল লেদার কমপ্লেক্সের চেয়ারম্যান এবং বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. টিপু সুলতান, এসেন্সার ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং লেদার অ্যান্ড ফুটওয়্যার মেনুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) পরিচালক এ কে এম মুশফিকুর রহমান মাসুদ, খুলনা ইউনিভার্সিটি অব ইন্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির লেদার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মুহাম্মদ আবুল হাশেম, লেদার ওয়ার্কিং গ্রুপের মাস্টার ট্রেইনার মো. আফজাল হোসেন, এডিসন ফুটওয়্যার লিমিটেডের ডিরেক্টর অ্যান্ড সিইও মো. নুরুজ্জামান বাবু প্রমুখ।
এ সময় শিল্পমালিক, বিশেষজ্ঞ, মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা, লেটসবির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং আইলেটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনার স্বাগত ভাষণ দেন লেটস’বির সভাপতি মোহাম্মদ আলী বাপ্পী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মাজেদুল হক মাজেদ।
মেলার আয়োজক হিসেবে ছিলেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, লেদার ইন্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট’স সোসাইটি, বাংলাদেশ (লেটস’বি) এবং লিমরা। মেলায় দেশ-বিদেশের ১৪৮টির বেশি কোম্পানি অংশগ্রহণ করে।
বাংলাদেশের চামড়া ও পাদুকা শিল্প দেশের বৃহত্তম উৎপাদন শিল্পগুলোর মধ্যে একটি, যেখানে ২২০টিরও বেশি ট্যানারি এবং ২ হাজার ৫০০টি পাদুকা উৎপাদন ইউনিট রয়েছে। এটি স্থানীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণ করে ৫০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করে।
মন্তব্য করুন