কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৯:১৩ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাজেটের ২০ শতাংশ চলে যাবে সুদ পরিশোধে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঠিকভাবে আদায় হচ্ছে না রাজস্ব। সরকারকে ভরসা করতে হচ্ছে দেশি-বিদেশি ঋণের ওপর। এ জন্যই অর্থের জোগান দিতে আগের চেয়ে বেশি ঋণ নিতে হচ্ছে। একইসঙ্গে বিগত বছরগুলোতে নেওয়া ঋণ পরিশোধের চাপও বাড়ছে। এরই প্রেক্ষিতে নতুন অর্থবছরের জন্য পেশ করা বাজেটে সুদ পরিশোধের চাপ আরও বাড়ছে।

২০২৪-২৫ অর্থবছরের মোট বাজেটের ২০ শতাংশই চলে যাবে সুদ পরিশোধে। আগামী অর্থবছর অভ্যন্তরীণ ও বিদেশি উৎসে সুদ পরিশোধে সরকারের ব্যয় প্রস্তাব করা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। ফলে সুদ খাতের ব্যয় বাজেটে বড় ধরনের চাপ সৃষ্টি করবে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎসে সুদ পরিশোধে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৯৩ হাজার কোটি টাকা। আর বিদেশি ঋণের সুদে ব্যয় হবে ২০ হাজার ৫০০ কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় এসব তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

চলতি অর্থবছরের মূল বাজেটে সুদ পরিশোধ বাবদ ৯৪ হাজার ৩৭৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। তবে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে করা হয় ১ লাখ ৫ হাজার ৩০০ কোটি টাকা করা হয়।

এদিকে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে দেশি ও বিদেশি উৎস থেকে আড়াই লাখ কোটি টাকার বেশি ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ দশমিক ৫ শতাংশের সমান।

প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে দেখা গেছে, অন্যান্য বছরের মতো আগামী বাজেটেও জিডিপির ৫ শতাংশের নিচে রেখেই অনুদানসহ ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা ঘাটতি রাখা হয়েছে। আর অনুদান ছাড়া ঘাটতির অঙ্ক হচ্ছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। যা জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ। এ হার গত বাজেটে ছিল ৫ দশমিক ২ শতাংশ। দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হবে।

প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে ৯৫ হাজার ১০০ কোটি টাকা বৈদেশিক উৎস হতে এবং অভ্যন্তরীণ উৎস হতে ১ লাখ ৬০ হাজার ৯০০ কোটি টাকা ঋণ নেওয়া হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক খাত থেকে আসবে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। এ ছাড়া সঞ্চয়পত্র থেকে ১৫ হাজার ৪০০ কোটি এবং অন্যান্য খাত থেকে ৮ হাজার কোটি টাকা নেওয়া হবে।

আজ সংসদে বিকেল ৩টার পর থেকে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এ সময় মোট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন তিনি। যা এর আগে একটি বিশেষ বৈঠকে অনুমোদন করা হয়।

দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। অনুমোদিত এ বাজেট দেশের ৫৩তম, আওয়ামী লীগ সরকারের ২৫তম এবং এ অর্থমন্ত্রীর প্রথম বাজেট।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে- অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট www.nbr.gov.bd- এ বাজেটের সব তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পড়তে পারবেন এবং ডাউনলোডও করা যাবে। এ ছাড়া দেশ ও দেশের বাইরে থেকে [email protected]–এ ইমেইলের মাধ্যমে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠাতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: জাতীয় বাজেট ২০২৪-২৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে গোনাহ একবার করার সাজা ১০ গুণেরও বেশি!

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

বিপিএল : বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

তারেক রহমানের জন্মদিনে ড্যাবের দোয়া মাহফিল

ফিলিস্তিনিদের সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্কুলছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, থানায় গেলেন প্রথম স্ত্রী

দুবাই এয়ারশোতে রাশিয়ার স্টেলথ ফাইটারের তাক লাগানো প্রদর্শনী

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

দেশে ফিরে বাংলাদেশকে নিয়ে অভিযোগ ভারতের, অস্বীকার ফেডারেশনের

১০

৩ ধরনের মোবাইল ফোন বন্ধের সিদ্ধান্ত সরকারের

১১

‘৪১ বছর আগে জামায়াতের পক্ষ থেকে তত্ত্বাবধায়কের প্রথম প্রস্তাব দেওয়া হয়’

১২

রোবটের নাচ দেখে চমকে গেলেন পুতিন

১৩

তারেক রহমানের জন্মদিনে ঘাটাইল বিএনপির অন্যরকম উদ্যোগ

১৪

স্কুল কর্তৃপক্ষের অবহেলায় স্বপ্নভঙ্গ ১০ শিক্ষার্থীর

১৫

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা মামলার আবেদন খারিজ

১৬

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না বুঝবেন যেভাবে

১৭

দুলাভাই-শ্যালকের ঋণ শোধ করে দিল হাঁস

১৮

শাহরুখের সিনেমার নকল শাকিবের ‘সোলজার’?

১৯

নাশকতাকারীদের গুলি করার নির্দেশ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য

২০
X