রাজধানীর মতিঝিল থানায় ২০১৫ সালে দায়ের হওয়া অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম ওরফে সুমনকে (৪৩) দীর্ঘ সাত বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে মতিঝিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
গ্রেপ্তার রবিউলের বাড়ি গেন্ডারিয়ার ৭ নম্বর বসুবাজার লেন নারিন্দায়। তার বাবার নাম জামাল উদ্দিন।
লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, মতিঝিল থানায় ২০১৫ সালে সুমনের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা হয়। ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন রায় ঘোষণা করেন। মামলা হওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে গা ঢাকা দেন সুমন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেন সুমন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন