তিন ঘণ্টার চেষ্টায় ঢাকার ওয়ারীতে গ্যাসলাইনে লাগা আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার (৭ জুন ) ভোর পৌনে ছয়টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, বুধবার রাত ২টা ২৫ মিনিটে ওয়ারীর পুরানো থানার পাশে টিপু সুলতান সড়কে গ্যাসলাইন মেরামত চলাকলীন আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে এবং পরে আরও একটি ইউনিট যুক্ত হয়।
এরশাদ হোসাইন আরও জানান, ভোর সাড়ে ৫টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন