অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস কর্মকর্তা উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, রোববার (৪ মে) ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনারের নির্দেশনায় মোহাম্মদপুর থানা-পুলিশ ও সংশ্লিষ্ট এলাকার পুলিশ সদস্যরা নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে এসব আসামী গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন, মিঠুন কুমার (৪৭), জলিল রতন(৩৮), সাব্বির (২৩), লিটন (৩২),সোহেল মিঠু (৪২), ইমন (২১), এ্যালেক্স তুহিন (২১), ফয়সাল (২৫), সালাম (৩২), সোহান (৩৮), এনায়েত (৪৫) সাত্তার (৪৫) , সোহেল রানা (২৫) , নিলয়(১৭), মেহেদী (১৬) , নুর ইসলাম (১৬), সুমিদ(২০), রাব্বি (২৩) , জাহিদ (২১) , কাওসার (১৯) , ইসমাইল (২৩) , সামির(১৯) , সিজান(১৮) , রাব্বি (২০) , রেজাউল (৪২) , নুর আলম (৪৫) , আজগর আলী (৩৮) , তোফায়েল (৫০) হাসিম(৪০) ও আশরাফুল (৩০)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে পেশাদার ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন