রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
শিক্ষা উপদেষ্টার কর্মসূচি
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিকেল ৪টায় ‘বাংলাদেশ ২.০: কেমন হবে আমাদের পাঠ্যপুস্তক?’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
তারেক রহমানের কর্মসূচি
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত ‘দিনব্যাপী প্রাণী ও প্রাণের মিলন মেলা’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকববেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রিজভীর কর্মসূচি
রাজধানীর শহীদ মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়াম সন্ধ্যা সাড়ে ৬টায় (গুলিস্তান) ঢাকায় নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশের (এনবিএ) আয়োজনে ‘এনবিএ ফুটবল ফিয়েস্তা-সিজন ১’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সালাহউদ্দিনের কর্মসূচি
গুলশানে হোটেল লেকশোরে সকাল সাড়ে ১০টায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া বিকেল সাড়ে ৩টায় প্রথম আলো অফিসে ‘প্রথম আলো গোলটেবিল সভায়’ অংশ নেবেন তিনি।
গয়েশ্বরের কর্মসূচি
জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে বেলা ১১টা ‘জুলাই গণ-অভ্যুত্থান ও আগামীর গণতন্ত্র’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মন্তব্য করুন