রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে, পৌনে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। এদিকে, আগুন লাগার ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।
জানা গেছে, সোমবার রাত ৮টা ৫৫ মিনিটে ভবনের অষ্টম তলায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ৮টা ৫৫ মিনিটে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে আগুন লাগার সংবাদ পাই আমরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। তিনি জানান, সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় প্রাইম টেক্সটাইল কর্পোরেট অফিসে প্রিন্টার মেশিনে ও কিছু কাগজপত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মন্তব্য করুন