কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৫ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দুই মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান থেকে ৭৪ লাখ টাকা জব্দ

অবৈধ প্রক্রিয়ায় বৈদেশিক মুদ্রা কেনাবেচার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে সিআইডি। ছবি : সংগৃহীত
অবৈধ প্রক্রিয়ায় বৈদেশিক মুদ্রা কেনাবেচার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে সিআইডি। ছবি : সংগৃহীত

অবৈধ প্রক্রিয়ায় বৈদেশিক মুদ্রা কেনাবেচার অভিযোগে দুই মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। তাদের কাছ থেকে ২১ লাখ বাংলাদেশি টাকাসহ ৭৪ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো- চকবাজার মানি এক্সচেঞ্জ লিমিটেড ও বকাউল মানি এক্সচেঞ্জ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো মো. মকবুল হোসেন, মাসুদ আলম, এম এম জাকারিয়া ও জামাল উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের একটি টিম।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় পল্টনে ওই দুটি প্রতিষ্ঠানের অফিসে অভিযান চালায় সিআইডি। চকবাজার মানি এক্সচেঞ্জ লিমিটেডের অফিস কক্ষের ভেতরে মকবুল হোসেন বৈদেশিক মুদ্রা বিক্রির জন্য শপিংব্যাগ থেকে টাকা বের করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেখানো মতে দোকানের ভেতর ১ নম্বর কাউন্টারের সামনে থেকে ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, ৫৫ হাজার রিয়াল, ৩০৭০ ইউরো এবং ১৫৫০ মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে মকবুল জানান, চকবাজার মানি এক্সচেঞ্জের মালিক আহমেদ নোমানের কাছে বিক্রির জন্য এবং বাংলাদেশি টাকা দিয়ে একই দোকান থেকে মার্কিন ডলার কেনার জন্য তিনি এসেছেন। এরপর চকবাজার মানি এক্সচেঞ্জ লিমিটেডের অফিস কক্ষে তল্লাশি করে ১ নম্বর কাউন্টার থেকে ২০,৭৫৫ ইউএস ডলার, ৪৮,৯৩৭ সৌদি রিয়াল, ২১০০ ইউরো, ১১ লাখ ৭০০০ ভারতীয় রুপি, ২০৯০ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ৫ নম্বর কাউন্টার থেকে ১৩ লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

এ সময় মো. মাসুদ আলমকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়- তিনি ৫ নম্বর কাউন্টারের মালিক শামীমা আক্তারের ম্যানেজার। একই দোকানের ৮ নম্বর কাউন্টারের ফাইল ক্যাবিনেট থেকে ২০২০ সৌদি রিয়াল এবং ৬ লাখ বাংলাদেশি টাকা জব্দ করা হয়। একই দোকানের ভেতরে শপিংব্যাগে রাখা প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মাসুদ জানান, ৮ নম্বর কাউন্টারের মালিক শিহাবউদ্দিন মৃধা।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাতে সিআইডি জানিয়েছে, চকবাজার মানি এক্সচেঞ্জের মালিক আহমেদ নোমান হলেও তিনি সবসময় দোকানে থাকেন না। তবে আহমেদ নোমানের হয়ে তার বড় ভাই এম এম জাকারিয়া দোকানটি পরিচালনা করেন। এম এম জাকারিয়া দোকানের মোট ৯টি কাউন্টারের মধ্যে ৯ নম্বর কাউন্টারের মালিক। পরে ৯ নং কাউন্টার থেকে তাকে আটক করা হয়।

পরে একই ভবনের নিচতলায় বকাউল মানি একচেঞ্জে অভিযান চালিয়ে ৫ হাজার ৮৭৮ মালয়েশিয়ান রিঙ্গিত, ১ হাজার ৩৫ দুবাই দিরহাম, ৫ হাজার ৫০০ ভারতীয় রুপি জব্দ করা হয় এবং মো. জামাল উদ্দিনকে আটক করা হয়।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান পরিচালনার কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে দৈনিক বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা কেনাবেচা করছে। তাদের বিরুদ্ধে পল্টন থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি ফল : যে ৩ বিষয়ে ‍সবচেয়ে বেশি ফেল

এইচএসসির ফল ভালো নাকি খারাপ, যা বললেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

শাহ আমানত বিমানবন্দরে প্রায় ১৯ লাখ টাকার সিগারেট জব্দ

দিনাজপুর বোর্ডের ৪৩ কলেজে পাস করেননি কেউ

জাতির সামনে প্রশ্ন ছুড়ে দিলেন নাসির

শেখ হাসিনা-আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের আবেদন

আমলাতন্ত্র চলবে না, প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করবেন : মির্জা ফখরুল

দীর্ঘ ৬ বছরেরও যে বিশ্বরেকর্ড কেউ ভাঙতে পারেনি

ঘুমের মধ্যে মারা গেলেন বলিউড অভিনেত্রী মধুমতী

আফগানিস্তানের দল ঘোষণা, নেই রশিদ খান

১০

এইচএসসির ফল সবাইকে বিস্মিত করেছে : শিক্ষা উপদেষ্টা

১১

কুমিল্লা বোর্ডে এবারের এইচএসসির ফলে এগিয়ে যারা

১২

স্মরণকালের সর্বনিম্ন ফলাফল যশোরে

১৩

ওবায়দুল কাদেরের ভাই গ্রেপ্তার

১৪

জামায়াত আমিরের সঙ্গে ঢাকার কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

রাকসু নির্বাচন : তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩১ শতাংশ

১৬

বরিশালে যে ১২ কলেজের সবাই অকৃতকার্য

১৭

৩১ দফা একটি গতিশীল রাষ্ট্র গড়ার জন্য যথার্থ : লায়ন ফারুক

১৮

এইচএসসি পরীক্ষায় ফেল করলেন মারুফা

১৯

ফের ধারাবাহিকে স্বস্তিকা

২০
X