রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সুমন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন রংপুরের পীরগঞ্জ উপজেলার পুরুজাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। বর্তমানে নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন তিনি।
নিহত শ্রমিকের সহকর্মী আনারুল ইসলাম জানান, গোড়ান ফায়ার সার্ভিসের অফিসের পাশে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন। ভবনটির ৯ম তলায় মাচান বেঁধে ইটের গাঁথুনি করার সময় নিচে পড়ে যান সুমন। সঙ্গে সঙ্গে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মরদেহটি মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন