কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ১২:১৬ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমভবনে চারদিন ধরে ড্যানিস নিটওয়্যারের গার্মেন্স শ্রমিকদের অবস্থান

বেতনভাতার দাবিতে শ্রমভবনের সামনে অবস্থান নেয় শ্রমিকরা। ছবি : কালবেলা
বেতনভাতার দাবিতে শ্রমভবনের সামনে অবস্থান নেয় শ্রমিকরা। ছবি : কালবেলা

গাজীপুরের কাশেমপুরে একটি পোশাক কারখানার শ্রমিকদের আইনগত বেতনভাতা না নিয়েই কারখানা বন্ধের নোটিশের প্রতিবাদে ও পাওনা বেতনভাতার দাবিতে শ্রমভবনের সামনে অবস্থান নিয়েছে প্রায় এক হাজার শ্রমিক। গত শনিবার থেকে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছে তারা।

বুধবার (০৮ মে) সকাল ১০টার দিকে চতুর্থ দিনের মতো শ্রমিকদের কারখানা বিক্রি ও কর্মরত শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে অবস্থান নিতে দেখা যায়।

জানা যায়, গত ঈদুল ফিতরের ছুটির পর থেকে গাজীপুরের ড্যানিস নিটওয়্যারের গার্মেন্স মালিক কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয়। ছুটির সময় শ্রমিকদের না জানিয়ে যন্ত্রপাতি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ঈদের পর কারখানা না খুলে কারখানার সামনে অবস্থানকারী শ্রমিকদের নিজস্ব বাহিনী দিয়ে হুমকি ও মারধর করে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়।

কারখানাটিতে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করছিলেন। গত এপ্রিল মাস থেকে কারখানাটির শ্রমিকদের কোনো বেতনভাতা, বোনাস না দিয়েই কারখানা বন্ধ করে দেন। এর পর থেকে কারখানার শ্রমিকরা কারখান সামনে অবস্থান নেয়। এরপর শ্রম মন্ত্রণালয়ের হস্তক্ষেপে গত ২৫ এপ্রিল মালিক-শ্রমিক ও শ্রম মন্ত্রণালয়ের সমোঝোতায় মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিতে ৫ মে পর্যন্ত সময় নেন মালিক পক্ষ।

কিন্তু পরবর্তী শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি ও শ্রমিক প্রতিনিধিরা ৫ এপ্রিল আবার বসলেও মালিক পক্ষ সেখানে সাড়া দেয়নি। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কাজী রুহুল আমিন, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাফিজুল রহমান, জালাল হাওলাদার, মাফুজুল ইসলাম, জাহানারা ঈমাম, সোহেল রানা, সুমা আক্তার, লাকী আক্তার, মো. ফিরোজ প্রমুখ।

এসময় নেতারা বলেন, মালিকের সব ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও এখানে অবস্থান চলবে। শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিকদের বকেয়া পাওনা, ঈদ বোনাস, মাতৃত্বকালীন ভাতা না দিয়েই কারখানাটি বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ।

বক্তারা বলেন, শ্রম ভবনের সামনে শ্রমিকেরা চার দিন ধরে অবস্থান নিয়েছে । এসময়ে শ্রম ভবনে কর্মকর্তারা শ্রমিকদের জন্য পানি খাওয়ারও ব্যবস্থা করেনি। আমরা তাদের কাছে অনুরোধ করেছিলাম- অবস্থানকারী শ্রমিকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের প্রতীক : কবীর ভূইয়া

দেশের মাটিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায়

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : বুলবুল

সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার : মাসুদুজ্জামান

‎জকসু নির্বাচন / প্রার্থীদের ডোপটেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর

ডিসেম্বরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার 

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

ডা. আসিবুলের বেতন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না : আদালত

১০

আইজিপির অপসারণ ও বিচার চাইলেন পিন্টুর স্ত্রী

১১

নিবন্ধনহীন নারী রাষ্ট্রের চোখে অদৃশ্য : নারীর অধিকার সুরক্ষায় শতভাগ নিবন্ধন জরুরি

১২

চট্টগ্রামে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে ব্যারিস্টার মীর হেলাল

১৩

কালবেলার অনুসন্ধানে ধরা হানিট্র্যাপ চক্র, আটক ২

১৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

১৫

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি

১৬

‘দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে’

১৭

আরএমপির ১২ থানায় ওসি পদে রদবদল

১৮

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ

১৯

খালেদা জিয়ার সুস্থতার জন্য আইইবিতে দোয়া মাহফিল

২০
X