নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের আল্পনায় বদলে গেল চট্টগ্রাম নগরী

রং তুলি দিয়ে রঙিন করছেন দেয়াল, সড়ক, রাজপথ। ছবি : কালবেলা
রং তুলি দিয়ে রঙিন করছেন দেয়াল, সড়ক, রাজপথ। ছবি : কালবেলা

কারও হাতে লাঠি, কারও হাতে ঝাড়ু। কেউ আবার রং তুলি দিয়ে রঙিন করছেন দেয়াল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যায় পুলিশও। এরপরই সারা দেশের মতো বন্দর নগরীতেও কিছুটা বেড়েছে অস্থিরতা ও বিশৃঙ্খলা। শৃঙ্খলা ফেরাতে গেল কদিন দিনরাত মাঠে অক্লান্ত পরিশ্রম করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রামের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

লাঠি হাতে বিশৃঙ্খল নগরে ট্রাফিকের শৃঙ্খলা সামলাচ্ছেন তারা। ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন শহরের ময়লা। লুটপাট ঠেকাতে করা হচ্ছে মাইকিং। পুলিশের গুলিতে ছাত্রের শরীরের রক্তিম দেওয়াল নানা আল্পনায় ফুটিয়ে তুলছেন অনেকে।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকালে নগরের কাজীর দেউরী মোড়ে দেখা যায় ২০-৩০ জন ছাত্রছাত্রীকে। যারা সামলাচ্ছেন ট্রাফিক পুলিশের দায়িত্ব। তাদেরই একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২য় বর্ষের ছাত্র সোহাগ আহমেদ। তিনি বলেন, গত মঙ্গলবার থেকে আমরা সড়কে কাজ করছি। ট্রাফিক নিয়ন্ত্রণসহ কেউ হেলমেট না পরলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

শুধু কাজীর দেউরী নয়, নগরের প্রত্যেকটি মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে ছাত্ররা। তাদের এমন ব্যবস্থাপনায় খুশি সাধারণ মানুষ ও চালকরা। চালকরা বলছেন, এই কয়েকদিন অনেক শান্তিতে আছি। কোনো বিশৃঙ্খলা নেই। পুলিশকেও চাঁদা দিতে হচ্ছে না।

নগরের কালুরঘাট ব্রিজ এলাকায় দুপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে দেখা গেছে শিক্ষার্থীদের। এম আবুল ফয়েজ মামুন নামে একজন সমন্বয়ক বলেন, শুধু কালুরঘাট ব্রিজ নয়, নগরের প্রত্যেকটি মোড়ে মোড়ে, অলিতে গলিতে শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে।

নগরের জিইসি মোড় থেকে খুলশী-১ এলাকা পর্যন্ত বিকেলে দেখা গেছে, রংতুলির নানা ছোঁয়ায় শিক্ষার্থীদের আন্দোলনসহ বিভিন্ন কিছু ফুটিয়ে তুলেছেন ছাত্রছাত্রীরা। এতে কাজ করছেন কমপক্ষে ৫০ জন ছাত্র। শুধু জিইসি মোড় নয়, নগরের বেশিরভাগ স্থানে আঁকা হচ্ছে এমন আল্পনা। এসময় হাবিবুর রহমান, সানজিদা সানজু, সাকিব, হাবিব, মারুফ, সাগর, আজিজ, ইসরাত, হালিমা, তানভীর উপস্থিত ছিলেন।

সানজিদা রহমান সানজু কালবেলাকে বলেন, আমরা প্রথম থেকেই নগরের জিইসি মোড়সহ বিভিন্ন এলাকায় গ্রাফিতি করছি। এই পর্যন্ত আমাদের সঙ্গে কী কী ঘটেছে সেগুলো তুলে আনা হয়েছে আল্পনায়। পাশাপাশি আমাদের বিভিন্ন স্লোগানও শোভা পেয়েছে সেখানে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, প্রতিটি এলাকায় এলাকায় ছাত্রছাত্রীরা কাজ করছেন। ছাত্ররা চাইলেই যে অনেক কিছু সম্ভব তা আবারও প্রমাণ হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কিলার জাহিদ’ গ্রেপ্তার 

৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানালেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির

একটি দল ফায়দা লুটতে মুক্তিযোদ্ধাদের হাইজ্যাক করেছে : নুরুদ্দিন অপু

নোয়াখালীর পর বিদায় ঘণ্টা বাজল মিঠুনের দলের

৩৭ রানে অলআউট, ভাঙল ২৩২ বছরের পুরোনো রেকর্ড

যুবকের ২ পা বিচ্ছিন্ন

মা হারালেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক 

প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী

চট্টগ্রামে মহাসড়ক ‘ব্লকেড’ 

কুর্দি ভাষাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল সিরিয়া

১০

সার্কুলার মডেল বাস্তবায়নে কে নেতৃত্ব দিবে? রাষ্ট্র, শিল্প নাকি নাগরিক সমাজ

১১

বসিলায় চক্ষু পরীক্ষা ক্যাম্পে গিয়ে যা বললেন ববি হাজ্জাজ

১২

তারেক রহমানের সাথে ভুটানের রাষ্টদূতের সাক্ষাৎ

১৩

বিএনপির এক নেতাকে অব্যাহতি

১৪

টিকে গেলেন হাসনাত আব্দুল্লাহ

১৫

শেষ মুহূর্তে দুর্দান্ত কামব্যাক বাংলাদেশের

১৬

পাশাপাশি কবরে চির নিদ্রায় শায়িত স্বামী-স্ত্রী ও সন্তান

১৭

বেগম খালেদা জিয়া ছিলেন মানুষের অধিকার প্রতিষ্ঠার রোল মডেল : ড. মোশাররফ

১৮

ট্রাম্পের ভেনেজুয়েলা অভিযান নিয়ে নতুন তথ্য

১৯

হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

২০
X