নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের আল্পনায় বদলে গেল চট্টগ্রাম নগরী

রং তুলি দিয়ে রঙিন করছেন দেয়াল, সড়ক, রাজপথ। ছবি : কালবেলা
রং তুলি দিয়ে রঙিন করছেন দেয়াল, সড়ক, রাজপথ। ছবি : কালবেলা

কারও হাতে লাঠি, কারও হাতে ঝাড়ু। কেউ আবার রং তুলি দিয়ে রঙিন করছেন দেয়াল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যায় পুলিশও। এরপরই সারা দেশের মতো বন্দর নগরীতেও কিছুটা বেড়েছে অস্থিরতা ও বিশৃঙ্খলা। শৃঙ্খলা ফেরাতে গেল কদিন দিনরাত মাঠে অক্লান্ত পরিশ্রম করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রামের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

লাঠি হাতে বিশৃঙ্খল নগরে ট্রাফিকের শৃঙ্খলা সামলাচ্ছেন তারা। ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন শহরের ময়লা। লুটপাট ঠেকাতে করা হচ্ছে মাইকিং। পুলিশের গুলিতে ছাত্রের শরীরের রক্তিম দেওয়াল নানা আল্পনায় ফুটিয়ে তুলছেন অনেকে।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকালে নগরের কাজীর দেউরী মোড়ে দেখা যায় ২০-৩০ জন ছাত্রছাত্রীকে। যারা সামলাচ্ছেন ট্রাফিক পুলিশের দায়িত্ব। তাদেরই একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২য় বর্ষের ছাত্র সোহাগ আহমেদ। তিনি বলেন, গত মঙ্গলবার থেকে আমরা সড়কে কাজ করছি। ট্রাফিক নিয়ন্ত্রণসহ কেউ হেলমেট না পরলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

শুধু কাজীর দেউরী নয়, নগরের প্রত্যেকটি মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে ছাত্ররা। তাদের এমন ব্যবস্থাপনায় খুশি সাধারণ মানুষ ও চালকরা। চালকরা বলছেন, এই কয়েকদিন অনেক শান্তিতে আছি। কোনো বিশৃঙ্খলা নেই। পুলিশকেও চাঁদা দিতে হচ্ছে না।

নগরের কালুরঘাট ব্রিজ এলাকায় দুপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে দেখা গেছে শিক্ষার্থীদের। এম আবুল ফয়েজ মামুন নামে একজন সমন্বয়ক বলেন, শুধু কালুরঘাট ব্রিজ নয়, নগরের প্রত্যেকটি মোড়ে মোড়ে, অলিতে গলিতে শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে।

নগরের জিইসি মোড় থেকে খুলশী-১ এলাকা পর্যন্ত বিকেলে দেখা গেছে, রংতুলির নানা ছোঁয়ায় শিক্ষার্থীদের আন্দোলনসহ বিভিন্ন কিছু ফুটিয়ে তুলেছেন ছাত্রছাত্রীরা। এতে কাজ করছেন কমপক্ষে ৫০ জন ছাত্র। শুধু জিইসি মোড় নয়, নগরের বেশিরভাগ স্থানে আঁকা হচ্ছে এমন আল্পনা। এসময় হাবিবুর রহমান, সানজিদা সানজু, সাকিব, হাবিব, মারুফ, সাগর, আজিজ, ইসরাত, হালিমা, তানভীর উপস্থিত ছিলেন।

সানজিদা রহমান সানজু কালবেলাকে বলেন, আমরা প্রথম থেকেই নগরের জিইসি মোড়সহ বিভিন্ন এলাকায় গ্রাফিতি করছি। এই পর্যন্ত আমাদের সঙ্গে কী কী ঘটেছে সেগুলো তুলে আনা হয়েছে আল্পনায়। পাশাপাশি আমাদের বিভিন্ন স্লোগানও শোভা পেয়েছে সেখানে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, প্রতিটি এলাকায় এলাকায় ছাত্রছাত্রীরা কাজ করছেন। ছাত্ররা চাইলেই যে অনেক কিছু সম্ভব তা আবারও প্রমাণ হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া পরিষদের এক সদস্যকে গলা কেটে হত্যা

আমিও আপনাদের সন্তান : তারেক রহমান

মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না : লায়ন ফারুক

সিলেটে কঠোর নিরাপত্তা

জনসভা সকালে, রাত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

১০

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

১১

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

১২

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

১৩

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

১৪

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

১৫

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১৬

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১৭

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৮

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৯

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

২০
X