রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ফিরতে দেওয়া উচিত হবে না’

চট্টগ্রামে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য দেন হুম্মাম কাদের। ছবি : কালবেলা
চট্টগ্রামে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য দেন হুম্মাম কাদের। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, সামনের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে অনেকে অনেক মতামত দিচ্ছেন। গত ১৬ বছর ধরে আমরা যত ভাই-সন্তান হারিয়েছি এসবের বিচার যতদিন না হয়, ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে মাঠে ফিরতে দেওয়া উচিত হবে না।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দক্ষিণ রাঙ্গুনিয়া এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের বলেন, আমাদের অনেক আত্মীয়স্বজন আওয়ামী লীগ করেন। যারা আওয়ামী লীগের সঙ্গে আছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। অনেকেই সমর্থন করেন, তাদের মাফ করা যায়৷ কিন্তু তার আগে তাদের ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগের মানুষরা যারা রাঙ্গুনিয়ায় আছে তারা ঘোমটা পরে লুকিয়ে আছে। শোনা যাচ্ছে এখনো রাতে তারা হামলা করছে বিএনপির নেতাকর্মীদের ওপর।

তিনি বলেন, তার একটাই কারণ- আমাদের মন বড়, মোমবাতির আলো দিয়ে তাদের খুঁজছি না, তাদের বিরুদ্ধে আমরা মামলা করছি না। তবে তাদের সতর্ক করছি, তারা যদি ভালো না হয়ে যায়, মামলা আরও আসবে। হামলা এবার তারা করবে না, হামলা কোথা থেকে হবে সেটা আপনারা বুঝে নেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে চাই, রাজনীতি করতে চাই।

হুম্মাম কাদের বলেন, আমাদের দলের মধ্যে কিছু মানুষ আছে, যারা উসকানি দিচ্ছে। আমাদের মধ্যেই কিছু কিছু মানুষ আছে, যারা অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তাদের সতর্ক করে বলছি, তারেক রহমানের নির্দেশ- যারা এসব অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকবে, তাদের দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। এখানে গ্রুপিং দেখা হবে না, সে আমার ঘরের মানুষ হলেও ছাড় দেওয়া হবে না।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সবাই উত্তাল হয়ে গেছে নির্বাচন নিয়ে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচন কখন হবে। কিন্তু আমি নির্বাচন নিয়ে ব্যস্ত না৷ নির্বাচন যদি দশ বছর পরেও হয়, এই সামনের দশ বছর আমি আপনাদের পাশে থাকব। ২০০৮ সালের নির্বাচনে হাছান মাহমুদ বলেছিল, তার মতো আমার বাবার কোনো ডিগ্রি নেই। আমি তখন বলেছিলাম, আমার বাবা ৩৩ বছর রাঙ্গুনিয়া রাউজান আর ফটিকছড়ির গোলামি করে ডিগ্রি নিয়েছেন তাদের থেকে। আমিও একই ডিগ্রি আপনাদের থেকে নেব। সামনের নির্বাচনে বেগম জিয়া-তারেক রহমান যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী কাজ করব।

দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপি নেতা লায়ন শওকত আলী নূর। হেলাল উদ্দিন আহমেদ ও আবুল হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ মহসিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. কামাল হোসেন চৌধুরী, উত্তরজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. ইউসুফ চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হেলাল উদ্দিন শাহ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এখতিয়ার হোসেন, সাবেক পৌর মেয়র নুরুল আমিন, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ভিপি মো. আনছুর উদ্দিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, ইউসুফ শিকদার, সৈয়দ মোহাম্মদ সাবের, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইনচ্যুত যমুনা এক্সপ্রেস রেলে উঠেছে, ঢাকা থেকে দেরিতে ছাড়ছে ট্রেন

সাংবাদিক বিভুরঞ্জনের ময়নাতদন্ত সম্পন্ন, মেলেনি আঘাতের চিহ্ন

মেসিদের সফরে ভারতের বিশাল খরচ, কত টাকা লাগছে আর্জেন্টিনাকে আনতে?

আইটেম গানে নুসরাতের বাজিমাত

সৈকতে ভেসে এলো লাল কম্বল মোড়ানো অজ্ঞাত মরদেহ

বিয়ের আগে প্রবাসীর জীবনে নেমে এলো ভয়াবহ বিপর্যয়

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগে রমরমা বাণিজ্য

ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

অল্পের জন্য রক্ষা পেলেন দুই ট্রেনের হাজারো যাত্রী

আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর, মাঠে ফিরেছেন তারকা ফুটবলার

১০

দুই হাতে বল নিয়ে ঝুঁকিপূর্ণ ‘বাইক স্ট্যান্ট’, ভিডিও ভাইরাল

১১

গোমর ফাঁস করার হুঁশিয়ারি দিলেন ঢাবি ভিসি

১২

পাওনা ৭০০ টাকায় কাল হলো রিকশাচালকের

১৩

যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ২ বন্ধু আটক

১৪

 অমর্ত্য সেনকে কি বাংলাদেশে বের করে দেবে ভারত?

১৫

রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ , যান চলাচল বন্ধ

১৬

ডিভোর্সের গুঞ্জন, মুম্বাই বিমানবন্দরে গোবিন্দ

১৭

যমুনা ব্যাংকে চাকরি, আবেদন করুন আজই

১৮

উপদেষ্টারা অসহায়, সবকিছু নির্ধারণ করে আমলারাই : ফখরুল

১৯

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেস সচিব

২০
X