

জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকায় বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলের বেশির ভাগ শেয়ারবাজারে ইতিবাচক ধারা দেখা গেছে। প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায় ছুঁয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে সৌদি আরবের শেয়ারবাজার। খবর রয়টার্সের।
উপসাগরীয় বাজারগুলোর জন্য গুরুত্বপূর্ণ সূচক তেলের দাম স্থির ছিল। যুক্তরাষ্ট্র রাশিয়ার অপরিশোধিত তেলের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিতে পারে, এমন খবরে বাজারে কিছুটা আশাবাদ তৈরি হয়। পাশাপাশি ভেনেজুয়েলাকে ঘিরে সম্ভাব্য ট্যাংকার অবরোধের প্রভাবও বিবেচনায় নেন বিনিয়োগকারীরা।
সৌদি আরবের প্রধান শেয়ার সূচক ০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। দিনটির শুরুতে সূচকটি প্রায় দুই বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও পরে অধিকাংশ খাতে দর বাড়ে। সৌদি ন্যাশনাল ব্যাংকের শেয়ার ১ দশমিক ১ শতাংশ বাড়ে। একই সঙ্গে সৌদি আরবিয়ান মাইনিং কোম্পানি (মা’আদেন) ৪ শতাংশ বাড়ে। জ্বালানি মন্ত্রণালয় তাদের ফসফেট-৪ প্রকল্পের জন্য কাঁচামাল বরাদ্দ অনুমোদন দেওয়ায় শেয়ারটির দর বেড়েছে।
আবুধাবির প্রধান সূচক চার দিনের টানা পতন থামিয়ে ০ দশমিক ৫ শতাংশ বেড়ে কার্যদিবস শেষ করেছে। আর্থিক ও জ্বালানি খাতের শেয়ারে উত্থান দেখা যায়। ফার্স্ট আবুধাবি ব্যাংকের শেয়ার ১ দশমিক ৫ শতাংশ এবং এডিএনওসি গ্যাসের শেয়ার ০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। আলাদাভাবে, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি হাইল ও ঘাশা প্রকল্প থেকে ভবিষ্যৎ গ্যাস উৎপাদনকে কেন্দ্র করে ১১ বিলিয়ন ডলারের কাঠামোবদ্ধ অর্থায়ন নিশ্চিত করেছে।
তবে দ্বৈত তালিকাভুক্ত ওরাসকম কনস্ট্রাকশনের শেয়ার ৩ দশমিক ৪ শতাংশ কমেছে। বিনিয়োগ প্রতিষ্ঠান নরবুরি ক্যাপিটাল ওরাসকম কনস্ট্রাকশন ও সার উৎপাদক ওসিআইয়ের প্রস্তাবিত একীভূকরণের বিরোধিতা করায় এই পতন ঘটে।
কাতারের প্রধান সূচক টানা চতুর্থ দিনের মতো কমে ০ দশমিক ৭ শতাংশ নিচে নেমেছে। ইন্ডাস্ট্রিজ কাতারের শেয়ার ২ শতাংশ এবং অঞ্চলটির সবচেয়ে বড় ব্যাংক কাতার ন্যাশনাল ব্যাংকের শেয়ার ১ দশমিক ৩ শতাংশ কমেছে। এদিকে কাতারএনার্জি ফেব্রুয়ারিতে লোডিং হওয়া আল-শাহিন অপরিশোধিত তেলের টার্ম প্রিমিয়াম কমিয়েছে বলে সূত্র জানিয়েছে।
দুবাইয়ের শেয়ারবাজার সূচক ০ দশমিক ৫ শতাংশ কমেছে। গালফ ন্যাভিগেশন হোল্ডিংয়ের শেয়ার ৯ দশমিক ৬ শতাংশ এবং এমার প্রপার্টিজের শেয়ার ০ দশমিক ৭ শতাংশ কমায় বাজারে চাপ পড়ে। তবে টেকম গ্রুপের শেয়ার ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটি দুবাই ইন্টারনেট সিটিতে ৬১৫ মিলিয়ন দিরহামের একটি নতুন উদ্ভাবন কেন্দ্র চালু করার ঘোষণা দেওয়ায় এই উত্থান হয়।
উপসাগরীয় অঞ্চলের বাইরে মিসরের শেয়ারবাজারে নেতিবাচক ধারা অব্যাহত রয়েছে। দেশটির প্রধান সূচক টানা তৃতীয় দিনের মতো কমে ১ দশমিক ৪ শতাংশ নিচে বন্ধ হয়েছে। ইস্টার্ন কোম্পানির শেয়ার ৫ দশমিক ৬ শতাংশ এবং কমার্শিয়াল ইন্টারন্যাশনাল ব্যাংকের শেয়ার ২ দশমিক ৭ শতাংশ কমেছে।
মন্তব্য করুন