চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:০৫ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল কবে চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে

গত কয়েকদিন ধরে গ্যাস সংকটে নাকাল চট্টগ্রাম। বাসায় জ্বলছে না চুলা, মাটির চুলায় চলছে রান্নাবান্না। ছবিটি বুধবার চট্টগ্রাম নগরীর অক্সিজেন বালুচরা এলাকা থেকে তোলা। ছবি : কালবেলা
গত কয়েকদিন ধরে গ্যাস সংকটে নাকাল চট্টগ্রাম। বাসায় জ্বলছে না চুলা, মাটির চুলায় চলছে রান্নাবান্না। ছবিটি বুধবার চট্টগ্রাম নগরীর অক্সিজেন বালুচরা এলাকা থেকে তোলা। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরে পুরোপুরি বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে লাইনে গ্যাস না পাওয়ায় বাড়ি ও রেস্তোরাঁয় রান্না হয়নি খাবার। ফলে দুর্ভোগে পড়েছেন নগরের লক্ষাধিক মানুষ। এ বিষয়ে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (২০ জানুযারি) সরবরাহ পুনরায় চালু হতে পারে।

গ্যাস সংকটের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক আমিনুর রহমান।

তিনি কালবেলাকে বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে চট্টগ্রামে সরবরাহ করা হয়। আমদানি করা এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। এর মধ্যে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালটি গত ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এটি গতকাল বৃহস্পতিবার চালু হওয়ার কথা ছিল। কিন্তু চালু করা যায়নি। এ ছাড়া পেছনের গতি বা ব্যাক প্রেশার না থাকার কারণে সামিট এলএনজি টার্মিনালটিও গ্যাস সরবরাহ করতে পারছে না। এ কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

আমিনুর রহমান আরও বলেন, আজ সারা দিন গ্যাস না পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, সামিটের টার্মিনালটি খালি করা হচ্ছিল। এটিও রক্ষণাবেক্ষণের কাজে যাওয়ার কথা আছে। সব মিলিয়ে কখন পরিস্থিতি ভালো হবে বলা যাচ্ছে না।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির বিপণন উত্তর বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী গৌতম চন্দ্র কুন্ডু বিকেলে কালবেলাকে বলেন, কিছুক্ষণ আগে পেট্রোবাংলাসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে মিটিং শেষ করলাম। আশা করি, আগামীকাল শনিবার (২০ জানুয়ারি) গ্যাস সরবরাহ পুনরায় চালু হতে পারে।

এদিকে গ্যাস না থাকায় নগরীতে বৈদ্যুতিক চুলা ও লাকড়ি জ্বালিয়ে রান্নার কাজ সেরে বিভিন্ন রেস্তোরাঁ। সেখানে দেখা গেছে, দীর্ঘ লাইন, মুহূর্তে শেষ হয়ে গেছে সব খাবার।

গ্রহকদের অভিযোগ, গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ এ বিষয়ে আগে থেকে কোনো বিজ্ঞপ্তি প্রচার করেনি। ফলে প্রস্তুতি না থাকায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাড়ে হয়েছে।

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় কয়েকটি রেস্তোরাঁ রয়েছে। সুলতান ডাইন, সেভেন ডেইস, হাজী কাচ্চিঘরসহ বিভিন্ন রেস্তোরাঁয় ক্রেতা কম দেখা গেছে। নগরের ওয়াসার কুটুমবাড়িসহ বিভিন্ন রেস্তোরাঁরও একই অবস্থা।

শুধু এসব এলাকাই নয়, চকবাজার, আগ্রবাদ, হালিশহর, পতেঙ্গাসহ নগরের বিভিন্ন রেস্তোরাঁয় ক্রেতা দেখা গেছে কম। রান্না হয়নি বিভিন্ন রেস্তোরাঁয়।

মুরাদপুরের মক্কা হোটেলের কর্মচারী কামাল আহম্মেদ বলেন, প্রতি শুক্রবার আমাদের রেস্টুরেন্টে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। কিন্তু আজ সকাল থেকে গ্যাস না থাকায় ক্রেতা আসলেও দেওয়া যায়নি খাবার। আমাদের মালিকপক্ষ আজ বোধহয় ক্ষতির মুখোমুখি হবে।

হোটেল মালিক সমিতির নেতা জামাল উদ্দিন বলেন, অনেকদিন ধরেই গ্যাস সংকট চলছে। যার কারণে কমে গেছে অনেক ব্যবসা বাণিজ্য। আমরা বিকল্পভাবে লাকড়ির চুলা ব্যবহার করছি। তারপরও পূরণ করা যাচ্ছে না ক্রেতাদের চাহিদা। ফলে অনেকেই ফিরে যাচ্ছেন না খেয়ে। আশা করছি কর্তৃপক্ষ জোরালো পদক্ষেপ নেবে।

নগরের আন্দরকিল্লা, লাভলেন, কাজীর দেউরি, আসকার দিঘীরপাড়, হিলভিউ, এনায়েতবাজার, ওয়াসা, দুই নম্বর গেট, হামজারবাগ, মুরাদপুর, রৌফাবাদসহ বিভিন্ন এলাকার গ্রাহকরা বলেন, হোটেলে গিয়েও খাবার পাওয়া যাচ্ছে না। এ কারণে তাদের কেউ কেউ বিকল্প হিসেবে মাটির চুলা ব্যবহার করছেন। কেউ সিলিন্ডার কিনেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদনান মান্নান থাকেন নগরের কাতালগঞ্জ এলাকায়। তিনি জানান, গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন তিনি। চুলা জ্বলছে না।

নগরের আতরের ডিপো এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, বাসায় গ্যাস না থাকায় সকালের নাশতা করতে দোকানে গিয়েছিলাম। কিন্তু দোকানেও কোনো নাশতা তৈরি হয়নি। না খেয়ে আছি।

বহদ্দারহাট এলাকার বাসিন্দা সালমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, তিন মাস ধরে গ্যাসের তীব্র সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব যেন দেখার কেউ নেই।

গ্যাসের এই সংকটের প্রভাব পড়ে বিয়ে বাড়িতেও। নগরের বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ের রান্না হয়েছে চুলায়। লেগেছে অনেক সময়।

নগরের চন্দনপুরার এক কমিউনিটি সেন্টারে শুক্রবার সাতকানিয়ার সোহাগ আহম্মেদের সঙ্গে বিয়ে হচ্ছে আন্দরকিল্লার সাজেদা চৌধুরীর। কিন্তু তাদের বিয়ের খাবারের আয়োজন শেষ করতেই সময় গড়িয়েছে বিকেল পর্যন্ত। এ নিয়ে ক্ষোভ দেখা গেছে দুই পক্ষেই।

অন্যদিকে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নগরের ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস মিলছে না। এ কারণে সড়কে কমে গেছে সিএনজিচালিত অটোরিকশার চলাচল। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এ নিয়ে ভোগান্তি ছিল তুলনামূলক কম। হাতে গোনা দু-চারটি চলাচল করছে।

মুরাদপুরে সিএনজিচালিত অটোরিকশাচালক মুরাদ পারভেজ বলেন, গতকাল কোনোরকমে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিয়েছিলেন তিনি। আজ দুপুর পর্যন্ত চলবে।

জানা গেছে, চট্টগ্রামে কেজিডিসিএলের গ্রাহক সংযোগ ৬ লাখ ১ হাজার ৯১৪টি। এর মধ্যে গৃহস্থালি সংযোগ ৫ লাখ ৯৭ হাজার ৫৬১টি, বাকিগুলো শিল্প-বাণিজ্যসহ অন্য খাতে। এসব খাতে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট। কিন্তু স্বাভাবিক সময়ে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে পাওয়া যায় ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট। ১ নভেম্বর থেকে কমবেশি ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম পাওয়া যাচ্ছিল। এ কারণে সব ধরনের গ্রাহকই বিপাকে পড়েন।

কেজিডিসিএলের কর্মকর্তারা বলছেন, মার্কিন টার্মিনালটি চালু হলেও সংকট যাবে না। কারণ, সামিটের টার্মিনালটি রক্ষণাবেক্ষণে যাবে। দুটি সমানতালে চালু থাকলেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সুযোগ আছে। দুটি টার্মিনাল মিলে দিনে ৮৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। এ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের অনুদানের আবেদন শুরু

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মান্নাকে সিসিইউতে স্থানান্তর

শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা

জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া নিয়ে যা বললেন আসিফ

‘রাজনীতি মানে সেবা এই দর্শন প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’

নির্বাচিত হলে সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবো : হাবিব

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা

নাগরিক শোকসভায় গণমাধ্যমকর্মী লাঞ্ছিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ

শৈশবের শহরে ড. শাহীনার পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

১০

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

১১

অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে : রবিন

১২

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

১৩

বাংলাদেশকে নিয়ে সুখবর দিলেন খোদ ফিফা সভাপতি

১৪

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না : বাসুদেব ধর

১৫

চুলায় বসানো গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুর

১৬

জবাব দিতে সময় বেঁধে দেওয়া হলো নাজমুলকে

১৭

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড / মৃত বাবা-ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক

১৮

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

১৯

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X