মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

গাছ কাটা আপাতত ‘স্থগিত’, তবু অস্বস্তি

সিআরবি, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত
সিআরবি, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র‌্যাম্প নির্মাণের জন্য সিআরবি সংলগ্ন সড়কে শতবর্ষী গাছ কাটার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা ও বিশিষ্টজনদের প্রতিবাদের মুখে গাছ কাটা স্থগিতের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। তবে গাছ কাটার স্থগিতের খবরেও স্বস্তি ফেরেনি। শতবর্ষী গাছ ও সড়ক ধ্বংস করে র‌্যাম্প নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্তভাবে প্রত্যাহারের ঘোষণা না আসলে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছে তারা।

র‌্যাম্পের পুনঃনকশা করে আন্দোলনকারী ও বিশেষজ্ঞদের সঙ্গে বসে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে আশ্বাস দেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। আন্দোলনকারী ও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে কিছু করা হবে না বলেও জানান তিনি।

এদিকে মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে সিডিএর সম্মেলন কক্ষে সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনপুম সেনের নেতৃত্বে নাগরিক সমাজ চট্টগ্রামের নেতাদের সঙ্গে চউক চেয়ারম্যান ও কর্মকর্তাদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে আন্দোলনকারীরা সভায় জানিয়ে দেয়, টাইগারপাস-সিআরবি এলাকার দ্বিতল সড়ক নষ্ট করে ও গাছ কেটে ওই স্থানে কোনো র‌্যাম্প তারা চান না। চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিউমার্কেট-কদমতলি এলাকা থেকে যেসব যানবহান উঠবে সেগুলোর জন্য টাইগারপাস-সিআরবির দ্বিতল সড়কে একটি র‌্যাম্প নির্মাণ করার প্রস্তাব আছে চউক’র প্রকল্প পরিকল্পনায়। বিষয়টি জানার পর সোমবার থেকে আন্দোলনে নামে চট্টগ্রামের একাধিক সংগঠন। এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পরিবেশবাদী সংগঠন। এর প্রেক্ষিতে মঙ্গলবার চউক চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সঙ্গে মতবিনিময় সভায় বসেন নাগরিক সমাজ, চট্টগ্রাম এবং সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনের নেতারা। সভার শুরুতে নাগরিক সমাজ চট্টগ্রামের আহ্বায়ক সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, সভ্যতার আগ্রাসনে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য্যের সম্ভার নষ্ট হয়ে যাচ্ছে। উন্নয়ন দরকার, কিন্তু পরিবেশ বিঘ্নিত হলে সব উন্নয়নই ব্যর্থ হয়ে যাবে। টাইগারপাসের দ্বিতল সড়ক এক অপূর্ব সুন্দর জায়গা। সেখানে আমার মনে হয় না র‌্যাম্পের কোনো প্রয়োজন আছে। র‌্যাম্প হলে সেটা একটি কুৎসিত ব্যাপার হয়ে দাঁড়াবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এত র‌্যাম্পের দরকার কেন হবে। আরবান প্ল্যানিং হবে এমন- যেখানে প্রাকৃতিক পরিবেশ অবশ্যই বজায় রাখতে হবে এবং জঞ্জাল যেন সৃষ্টি না হয়। এলিভেটেড মানেই ওপর দিয়ে দূর-দূরান্তের গাড়ি যাবে। সব রাস্তায় সেটাকে কেন নামাতে হবে।

সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৩৫টা র‌্যাম্পের দাবি ছিল। আমরা কমিয়েছি। কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। শতবর্ষী গাছ কাটা হবে না। ছোট কিছু গাছ কাটা হবে। প্রয়োজনে র‌্যাম্পের সাইজ আরও ছোট করতে বলেছি।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান বলেন, শতবর্ষী গাছ কাটা যাবে না। শুধু একটি শতবর্ষী গাছের ডাল কাটা যাবে। র‌্যাম্প যদি এখানে তুলতে চাই ডিজাইন আরেকটু মডিফাই করব। সকলের মতামতের ভিত্তিতে কাজ বাস্তবায়ন করা হবে। সেখানে র‌্যাম্প দরকার না হলে, করব না।

চউকের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, র‌্যাম্পের বিষয়টি জনঘনত্ব অনুসারে ঠিক করা হয়। প্রতি বছর গাড়ি বাড়ছে। ৫০-১০০ বছর পরে গাড়ি যে বাড়বে তার ওপর ডিজাইন। এলাকার গুরুত্ব বিবেচনা করে প্রস্তাব করা হয়। চট্টগ্রাম শহরে পরিবেশ বিধ্বংসী কিছু করব না। গাছ কেটে আমরা কোনো র‌্যাম্প করব না। নতুন ডিজাইন করে জানাব। দ্বিতল রাস্তা নষ্ট করব না।

এ সময় আন্দোলনকারীরা টাইগারপাস-সিআরবি অংশে র‌্যাম্পটি বাতিলের দাবি জানাতে থাকেন। নাগরিক সমাজের সদস্য সচিব ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল বলেন, চট্টগ্রামের মানুষের সেন্টিমেন্টের বাইরে উনারা (চউক) কিছু করবেন না। আমরা বিশেষজ্ঞদের নাম দিব। সবাই মিলে যেটা ঠিক করব, সেভাবে হবে।

কবি-সাংবাদিক কামরুল হাসান বাদল বলেন, চট্টগ্রামের জনগণ এটা চায় না। এখানে র‌্যাম্প করবেন না। এখানে টোল দিয়ে উঠতে হবে। সাধারণ মানুষ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে না। এখানে কোনো র‌্যাম্প করবেন না।

সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, অধ্যাপক শফিক আহমেদ চৌধুরী বলেন, ডা. মনজুরুল করিম বিপ্লব, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, পিপল’স ভয়েস সভাপতি শরীফ চৌহান, প্রেস ক্লাবের সহ-সভাপতি চৌধুরী ফরিদ, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত, সাংস্কৃতিক সংগঠক প্রণব চৌধুরী, সাংবাদিক প্রীতম দাশ, রাজনীতিবিদ হাসান মারুফ রুফি, আন্দোলনকারী রিতু পারভিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

১০

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

১১

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

১২

ঢাবি সাদা দলের বিবৃতি / এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

১৩

৪৮ জেলার ৪৩৫ স্পটে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ-যুবলীগ : তাজুল ইসলাম

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

১৫

ইয়ামালের জন্য আল হিলালের ৫২৬০ কোটি টাকার প্রস্তাব!

১৬

অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল না করলে যা করবে বিটিআরসি

১৭

‘দ্বাদশ ব্যক্তি’ হামজাদের প্রতিপক্ষ

১৮

জনগণের আমানত রক্ষায় জমিয়ত সর্বদা সচেষ্ট থাকবে : মোহাম্মদ আলী

১৯

স্বর্ণে সর্বোচ্চ দামের নতুন ইতিহাস, ভরি কত

২০
X