সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১১:৪৪ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পছন্দের প্রার্থীকে জেতাতে ঘরে ঘরে টাকা বিতরণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগকারী দুই ভাই নেছারুল হক ও মো. ছায়েদুল হক। ছবি : কালবেলা
চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগকারী দুই ভাই নেছারুল হক ও মো. ছায়েদুল হক। ছবি : কালবেলা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান পদে পছন্দের প্রার্থী মোহাম্মদ জাহেদুল হককে হেলিকপ্টার প্রতীকে ভোট দিতে ঘরে ঘরে গিয়ে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল নোমানের বিরুদ্ধে।

এর আগে একই ব্যক্তি মো. জাহেদুল হকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন একই পরিবারের দুই ভাই। এ নিয়ে এলাকাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

জানা যায়, প্রচারের শেষের দিকে এসে পছন্দের প্রার্থীর পক্ষে জয় ছিনিয়ে নিতে ঘরে ঘরে যাচ্ছেন আ.লীগ নেতা আব্দুল আল নোমানের নেতাকর্মীরা। আর টাকা দিচ্ছেন হাতে হাতে। এমনকি খোদ আব্দুল আল নোমান গণসংযোগ করে টাকা দিচ্ছেন।

গত রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাহেদুল হকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়। অভিযোগকারী দুই ভাই হলেন, বোয়ালখালীর শাকপুরা গ্রাম নিবাসী স্বনামধন্য ব্যক্তিত্ব মরহুম নুরুল হকের ৩য় পুত্র মো. নেছারুল হক ও ৪র্থ পুত্র মো. ছায়েদুল হক।

রোববার সকালে আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ভোটারদের বাড়িতে গিয়ে গণসংযোগ করেন তিনি। তখন আওয়ামী লীগ নেতা এক নারীর কাছে জানতে চান তিনি এখানকার ভোটার কি না। পরে ওই নারী এলাকার ভোটার জানালে নোমানকে নতুন টাকার বান্ডেল থেকে ওই নারীর হাতে টাকা তুলে দেন।

স্থানীয়রা জানায়, উপজেলা নির্বাচনের প্রচারের শুরুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সমর্থক ছিলেন নোমান। পরে তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ব্যবসায়ী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাহেদুল হকের হেলিকম্পটার প্রতীকে প্রচার আর গণসংযোগ চালান।

হত্যাচেষ্টার অভিযোগের লিখিত বক্তব্যে দুই ভাই বলেন, আমাদের পিতা মোহাম্মদ নুরুল হক ধর্মপ্রাণ, শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন। তার একক অর্থায়নে বোয়ালখালী হাজী মোহাম্মদ নুরুল হক ডিগ্রি কলেজ, কমর আলী সওদাগর জামে মসজিদ, আমিনিয়া ফোরকিয়া নুরিয়া এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসা এবং চট্টগ্রাম শহর দেওয়ান বাজার এলাকায় বায়তুল নুর জামে মসজিদ স্থাপন করেন। এছাড়াও তিনি আরও বহু শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে অবদান রেখেছেন, তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের স্পন্সর ডিরেক্টর ছিলেন।

তারা বলেন, ১৯৮২ সালে আমাদের পিতা মরহুম নুরুল হক সওদাগর পশ্চিম শাকপুরায় আমিনিয়া সুরকিয়া নুরিয়া এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

দুই ভাই জানান, ওয়াকফ আল আওলাদ দলিল অনুসারে চট্টগ্রামের পশ্চিম শাকপুরা গ্রামে বহুতল বিশিষ্ট ৭টি বিল্ডিং, অনেক লাল জমি ও জায়গার কথা সুস্পষ্টভাবে উল্লেখ করে গিয়েছেন আমাদের মরহুম পিতা, বোয়ালখালীতে অবস্থিত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড শাকপুরার পুরো বিল্ডিংটি বর্ণিত জায়গায় নির্মিত। বোয়ালখালীর পশ্চিম সাকুরা গ্রামে ১৯৮২ সালে আমাদের পিতা মরহুম নুরুল হক সওদাগর কর্তৃক প্রতিষ্ঠিত আমিনিয়া ফোরকিয়া নুরিয়া এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসা ওমর আলী সওদাগর জামে মসজিদ কীভাবে পরিচালিত হবে এবং ব্যয়ভার নির্বাহ করা হবে তার সুস্পষ্টভাবে দলিলে উল্লেখ রয়েছে। ২০১৬ সালে মাদ্রাসাটির ব্যয়ভার বহনের জন্য নগদ সাড়ে ৭ কোটি টাকা জমা থাকলে বর্তমানে ওই টাকা সুদসমেত এনামুল হক, চেয়ারম্যান প্রার্থী জাহেদুল হক ও জসিমুল হক কুক্ষিগত করে রেখেছেন।

ওয়াকফ আল আওলাদ দলিলে উল্লেখিত সম্পত্তি থেকে প্রতিমাসে ভাড়া বাসা বাবদ আয় ১০ লাখ টাকা এই টাকাগুলো এনামুল হক জাহেদুল হক ও জসিমুল হক তিন ভাই মিলে ভোগ করছেন। বাসা ভাড়া ভোগ করার প্রমাণস্বরূপ ভাড়াটিয়াদের সঙ্গে লিখিত চুক্তিপত্রের কপি সংযুক্ত আছে। আমাদের মরহুম পিতার ১৯৮২ সালে প্রতিষ্ঠিত খাতুনগঞ্জে মেসার্স জাহেদ অ্যান্ড ব্রাদার্সের ৪২ কোটি টাকা এনামুল হক, জাহেদুল হক ও জসিমুল হক আমার পিতার মৃত্যুর পরে আমি এবং আমার ভাইকে পরিপূর্ণ বঞ্চিত করে তারা নিজেদের নামে করে নেন। যেই প্রতিষ্ঠান হতে আমাদের মরহুম পিতা সকল ধরনের ব্যবসায়িক কাজ পরিচালনা করতেন।

তারা আরও বলেন, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমরা বলতে চাই মোহাম্মদ জাহিদুল হক উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি আমাদের মরহুম পিতার আদেশ অমান্য করে স্বেচ্ছাচারিতা করছেন ও আমাদের সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করে যাচ্ছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যার হাত থেকে পরিবারের সম্পত্তি রক্ষা হয় না তিনি কীভাবে জনগণের জানমাল রক্ষা করবেন? কিংবা সরকার কর্তৃক পদেয় সুযোগ-সুবিধা ফল কি জনগণ পাবেন? তা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান ও আশঙ্কায় রয়েছি। সম্প্রতি একটি গণমাধ্যমের রিপোর্টে মো. জাহেদুল হক স্টান্ডার্ড ব্যাংক, ইউসিবিএল ব্যাংক, ব্যাংক এশিয়া ও এনসিসি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন ৭৩ কোটি ৭৫ লক্ষ ৩৬ হাজার ৮৭০ টাকা।

আসন্ন ২৯ মে অনুষ্ঠিতব্য বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য আমাদের এবং আমাদের পরিবারের মাঝে ইতোমধ্যে ভয়-ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।

টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে আব্দুল আল নোমান বলেন, আমি কোনো ভোটারকে টাকা দেইনি। দৈনন্দিন জীবনে অনেককেই টাকা দিচ্ছি। কোনটা কিসের টাকা আমি জানি না। আমার কোনো কর্মীকে দিচ্ছি কি না বা চা-নাস্তা খেতে দিচ্ছি কি না তা আমাকে ভিডিও দেখালেই বলতে পারব।

প্রার্থীর পক্ষে টাকা বিতরণের বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মইনুল হক গণমাধ্যমকে বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। এতে কিছু লোকজনকে হেলিকম্পটার প্রতীকে প্রার্থীর পক্ষে প্রচার ও টাকা বিলি করতে দেখা গেছে। এটা অবশ্যই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।

তিনি বলেন, উপজেলা নির্বাচন আচরণবিধি ১৭ (গ) অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানে ভোটারদের কোনোপ্রকার উপহার বা বকশিশ প্রদান করতে পারবে না। এ বিষয়ে সত্যতা যাচাই করা হবে। কোনো প্রমাণ পাওয়া গেলে প্রার্থীকে শোকজ করা হবে। শোকজের জবাব অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার পাশে পড়ে ছিল ২ যুবকের লাশ

অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন ছাত্রদলের ২ নেতা, অতঃপর...

ইসরাইলের পিআর পদ্ধতি কেন আলেমদের আদর্শ, বুঝে আসে না : প্রিন্স

নিজ বাসভবনে মহররম অনুষ্ঠানেও অনুপস্থিত আয়াতুল্লাহ খামেনি

ইরান থেকে ফেরার পথে গাজায় বোমা ফেলত ইসরায়েলি বিমান

ভিআইপি রুম না পেয়ে হোটেলে ভাঙচুর করেন যুবদল নেতা মনির

কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : উপদেষ্টা মাহফুজ

বনানীতে হোটেলে নারীকে মারধর, যুবদল নেতা মনির বহিষ্কার

খতমে নবুওয়াতের বিবৃতি / উপদেষ্টা শারমিন মুরশিদের বক্তব্য মানহানিকর

১০

বনানীতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে হামলা, গ্রেপ্তারে চলছে অভিযান

১১

আ.লীগকে পরবর্তী প্রজন্ম চিনবেই না : রেজা কিবরিয়া

১২

জুলাই অভ্যুত্থান স্মরণে দেশজুড়ে আইডিয়া প্রতিযোগিতা

১৩

ইডেন কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম স্থগিত

১৪

ব্যাটারি চুরির অভিযোগে যুবদল কর্মী গ্রেপ্তার

১৫

বিড়াল ধরতে গিয়ে ১০ তলা থেকে পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

১৬

বিসিএস ক্যাডারে স্থান পেলেন রাবির প্রায় ৬০ শিক্ষার্থী

১৭

আদালতে দুর্জয়কে ডিম নিক্ষেপ

১৮

ইসরায়েলের আবারও ড্রোন হামলা

১৯

মুরাদনগরে ধর্ষণকাণ্ড, ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল হোতা গ্রেপ্তার 

২০
X