লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের ২০২৩-২৪ মেয়াদে নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকার একটি রেস্টুরেন্টে অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি লায়ন ডা. মাহফুজুর রহমান ভূইয়া, এমজেএফ।
জেলা গভর্নরের এ বছরের কল ‘জাস্টিস ফর অল’ প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ করার লক্ষ্যে ওয়েসিস ক্লাব বছরের শুরুতে তাদের বার্ষিক কর্মপরিকল্পনা পেশ করে। এ সময় পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট উপস্থাপন করা হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সকল কার্যক্রম অনুমোদিত হয়।
এ সময় ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি লায়ন মোস্তফা ইমরুল কায়েস, এমজেএফ; সাবেক জেলা গভর্নর ওয়েসিস ক্লাবের প্রতিষ্ঠাতা লায়ন শেখ আনিছুর রহমান, পিএমজেএফ; তৃতীয়বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক লায়ন মো. রেজাউল হক রেজা, ট্রেজারার লায়ন শাহরিয়ার কবির প্রমুখ।
মন্তব্য করুন