কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা ও প্রকাশনাকে গুরুত্ব দেওয়ার তাগিদ আইএসইউ উপাচার্যের

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির দুই জার্নাল প্রকাশ। ছবি : সংগৃহীত
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির দুই জার্নাল প্রকাশ। ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশন্স (সিআরডিপি) প্রকাশ করল দুটি জার্নাল। সোমবার (০৫ মে) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

‘আইএসইউ জার্নাল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জেইটি) এবং আইএসইউ জার্নাল অব বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জেবিডিএস)’ শিরোনামে দুটি সংখ্যা প্রকাশিত হয়েছে। জেইটির প্রথম সংখ্যা এবং জেবিডিএসর তৃতীয় সংখ্যার প্রথম খণ্ড প্রকাশ করা হয়।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, গবেষণা ও প্রকাশনা ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় অগ্রসর হতে পারে না কারণ গবেষণা মানেই জ্ঞানের জন্ম। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা ও প্রকাশনাকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ভাষাগত দক্ষতায় পারদর্শী হতে হবে। একটা বিশ্ববিদ্যালয়ের সম্মানও নির্ভর করে মানসম্পন্ন জার্নালের উপর। তাই গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে এ বিশ্ববিদ্যালয়।

তিনি বলেন, ভালো মানের গবেষণা শুধু দেশ, জাতি ও সমাজকে সমৃদ্ধ ও উন্নত করে না তার সঙ্গে একজন শিক্ষকের জ্ঞান, পরিশ্রম ও যোগ্যতাকেও সমৃদ্ধ করে। তার ক্যারিয়ার এবং অর্জনকেও উচ্চপর্যায়ে নিয়ে যায়। শিক্ষকদের দক্ষতা বাড়াতে বেশি করে পড়তে ও লিখতে হবে। সমস্যা নির্ধারণ করে গবেষণার মাধ্যমে তা তুলে ধরে নতুন কিছু করতে হবে, যা সমাজ পরিবর্তন ও আধুনিকায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সিআরডিপির পরিচালক মো. মাহবুবুর রহমান জানান, বিশ্ববিদ্যালটির র‍্যাংকিংয়ের ক্ষেত্রে এ গবেষণা জার্নালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, সবগুলো আর্টিকেলের ডিজিটাল অবজেক্ট আইডেনটিফিকেশন (ডিওআই) পাওয়া গেছে এবং স্কোপাস ইনডেক্সের কাজ চলমান আছে।

উপস্থিত বক্তারা জানান, শিক্ষার্থীদের জন্য এ জার্নাল সহায়ক হবে। দেশ এবং দেশের বাইরে যারা আছেন তারা অনলাইনের মাধ্যমে এ জার্নাল পড়তে পারবেন । সবার সার্বিক সহযোগিতায় আগামীতেও আইএসইউর জার্নাল প্রকাশের এ ধারা অব্যাহত থাকবে।

সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশন্সের (সিআরডিপি) পরিচালক মাহবুবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইএসইউর ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া।

এছাড়াও বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই চিকিৎসক দিয়ে চলছে দেড় লাখ মানুষের সেবা

বিমানবন্দর সড়ক ব্যবহারে হাজযাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

বরিশালের রাস্তায় উড়ছে টাকা আর টাকা

জামায়াত কর্মী পরিচয় দিয়েও রক্ষা হলো না কৃষক লীগ নেতার

আতঙ্কে ভারত, বাংলাদেশ-পাকিস্তান সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা

ময়মনসিংহে ভুয়া মেজরসহ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

ই-কমার্সের উন্নয়নে ই-ক্যাব নির্বাচনের পদ প্রার্থীদের মিলনমেলা

রেলিক সিটির বিরুদ্ধে রাজউকের কঠোর পদক্ষেপ

খালেদা জিয়ার আগমনে গাড়ি পার্কিংয়ে ডিএমপির নির্দেশনা

আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেপ্তার

১০

আকস্মিক ধুলিঝড়ে লন্ডভন্ড সৌদিসহ তিন দেশ

১১

তেজকুনিপাড়া ও দিয়াবাড়িতে রাজউকের অভিযান

১২

জাতির কল্যাণে সুলতান নদভীর অবদান অবিস্মরণীয় : হেফাজতে ইসলাম 

১৩

হোটেলে কাজ করা সেই ছেলেটি এখন ক্ষমতাশালী দেশের প্রধানমন্ত্রী!

১৪

আমকে জাতীয় ফল করার প্রস্তাব সাতক্ষীরার ডিসির

১৫

কোচিংবাণিজ্য বন্ধে শিক্ষা উপদেষ্টার সহায়তা চায় অভিভাবক ফোরাম

১৬

৩ দিনের মধ্যে রাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশের দাবি

১৭

প্রকাশ্যে নারীর প্রতি অমর্যাদাকর বক্তব্যের নিন্দা এনসিপির

১৮

নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / ভারতকে মোকাবিলায় প্রকাশ্যে আসছেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি

১৯

অনূর্ধ্ব-১৯ চূড়ান্ত দলে দুই প্রবাসী ফুটবলার

২০
X