কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা ও প্রকাশনাকে গুরুত্ব দেওয়ার তাগিদ আইএসইউ উপাচার্যের

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির দুই জার্নাল প্রকাশ। ছবি : সংগৃহীত
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির দুই জার্নাল প্রকাশ। ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশন্স (সিআরডিপি) প্রকাশ করল দুটি জার্নাল। সোমবার (০৫ মে) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

‘আইএসইউ জার্নাল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জেইটি) এবং আইএসইউ জার্নাল অব বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জেবিডিএস)’ শিরোনামে দুটি সংখ্যা প্রকাশিত হয়েছে। জেইটির প্রথম সংখ্যা এবং জেবিডিএসর তৃতীয় সংখ্যার প্রথম খণ্ড প্রকাশ করা হয়।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, গবেষণা ও প্রকাশনা ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় অগ্রসর হতে পারে না কারণ গবেষণা মানেই জ্ঞানের জন্ম। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা ও প্রকাশনাকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ভাষাগত দক্ষতায় পারদর্শী হতে হবে। একটা বিশ্ববিদ্যালয়ের সম্মানও নির্ভর করে মানসম্পন্ন জার্নালের উপর। তাই গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে এ বিশ্ববিদ্যালয়।

তিনি বলেন, ভালো মানের গবেষণা শুধু দেশ, জাতি ও সমাজকে সমৃদ্ধ ও উন্নত করে না তার সঙ্গে একজন শিক্ষকের জ্ঞান, পরিশ্রম ও যোগ্যতাকেও সমৃদ্ধ করে। তার ক্যারিয়ার এবং অর্জনকেও উচ্চপর্যায়ে নিয়ে যায়। শিক্ষকদের দক্ষতা বাড়াতে বেশি করে পড়তে ও লিখতে হবে। সমস্যা নির্ধারণ করে গবেষণার মাধ্যমে তা তুলে ধরে নতুন কিছু করতে হবে, যা সমাজ পরিবর্তন ও আধুনিকায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সিআরডিপির পরিচালক মো. মাহবুবুর রহমান জানান, বিশ্ববিদ্যালটির র‍্যাংকিংয়ের ক্ষেত্রে এ গবেষণা জার্নালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, সবগুলো আর্টিকেলের ডিজিটাল অবজেক্ট আইডেনটিফিকেশন (ডিওআই) পাওয়া গেছে এবং স্কোপাস ইনডেক্সের কাজ চলমান আছে।

উপস্থিত বক্তারা জানান, শিক্ষার্থীদের জন্য এ জার্নাল সহায়ক হবে। দেশ এবং দেশের বাইরে যারা আছেন তারা অনলাইনের মাধ্যমে এ জার্নাল পড়তে পারবেন । সবার সার্বিক সহযোগিতায় আগামীতেও আইএসইউর জার্নাল প্রকাশের এ ধারা অব্যাহত থাকবে।

সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশন্সের (সিআরডিপি) পরিচালক মাহবুবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইএসইউর ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া।

এছাড়াও বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবমেরিন ক্যাবলে ত্রুটি, ৪ দিন ধরে অন্ধকারে ১৭ ইউনিয়ন

চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে মামলা বিএনপি নেতার

বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই : রাশেদ প্রধান 

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস 

শ্যামনগর যুবদলের নতুন আহ্বায়ক শেখ নাজমুল হক

বাবাকে হত্যার তিন দিন আগেই কবর খোঁড়েন ছেলে

নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল

লোকালয়ে ঘুরছে বাঘ, বিজিবির সতর্কবার্তা

যে তিন নায়িকা নিয়ে কাজ করতে চান যিশু

নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে : সিইসি 

১০

‘আদালতের প্রতি আস্থা নেই’ বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী

১১

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ ৪ শতাধিক

১২

শুল্কারোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাজার, ভয়াবহ চাপে ভারত

১৩

খুলনায় জুয়াকের মতবিনিময় সভা ও আড্ডা অনুষ্ঠিত

১৪

পাঞ্জাবে চার দশকের মধ্যে ভয়াবহ বন্যা, শঙ্কায় পাকিস্তান

১৫

জীবন বীমা করপোরেশনে চাকরির সুযোগ 

১৬

এশিয়া কাপের প্রথম ম্যাচে হারের স্বাদ পেল বাংলাদেশ

১৭

গুমের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি গোলাম পরওয়ারের

১৮

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন

১৯

অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে

২০
X