ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডির মাইডাস সেন্টারে ২১ ও ২২ মে ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে নারী উদ্যোক্তাদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম, ‘আলোর মেলা ২০২৫’, যা আয়োজন করেছে সিটি ব্যাংক তার নারী সেগমেন্ট ‘সিটি আলো’-এর অধীনে।
দুই দিনব্যাপী এই আয়োজনটি শুধু একটি মেলা নয় বরং এটি নারীদের সৃজনশীলতা, উদ্যোগ ও অর্থনৈতিক ক্ষমতায়নের এক জ্বলন্ত উদাহরণ। ৪০টিরও বেশি নারীনির্ভর ব্র্যান্ড এতে অংশগ্রহণ করছে, যারা বিভিন্ন পণ্য ও সেবা উপস্থাপন করছে, যার মধ্যে রয়েছে – ফ্যাশনেবল পোশাক, হস্তশিল্প, অলংকার, ঘর সাজানোর সামগ্রী, স্বাস্থ্যসেবা, সৌন্দর্যচর্চা এবং মুখরোচক খাদ্যপণ্য।
এ মেলার অন্যতম আকর্ষণ হলো ‘সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রাম’-এর গ্র্যাজুয়েট নারী উদ্যোক্তারা, যারা সিটি ব্যাংকের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের উদ্যোগকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। তাছাড়া মেলায় অংশ নিচ্ছেন সিটি ব্যাংক এসএমই নারী উদ্যোক্তারা এবং নারী নেতৃত্বাধীন উদ্যোগ ‘পাওয়ার অব সি’ প্ল্যাটফর্মের সদস্যরা।
উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার মিস বিবি রাসেল, যিনি নারীর ক্ষমতায়ন ও হস্তশিল্প বিকাশে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন। এছাড়াও সমাপনী দিনে উপস্থিত থাকবেন বাংলাদেশে বিউটি ইন্ডাস্ট্রির অগ্রদূত ও প্রখ্যাত মেকওভার শিল্পী মিস কানিজ আলমাস খান, যিনি নিজেও একজন সফল নারী উদ্যোক্তা।
এই মেলাটিকে আরও প্রাণবন্ত করতে প্রতিদিনই থাকছে লাইভ মিউজিক পারফরমেন্স ও স্ট্যান্ড-আপ কমেডি শো। আলোর মেলা ২০২৫’ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
এই আয়োজনের মাধ্যমে সিটি ব্যাংক তাদের নারীবান্ধব ভিশনকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে নারীরা কেবল গ্রাহক নয়, বরং অর্থনীতির চালিকাশক্তি হিসেবে নিজেকে গড়ে তুলছে। সিটি ব্যাংকের ‘সিটি আলো’ নারীদের জন্য শুধু একটি প্ল্যাটফর্ম নয়, বরং এটি একটি অনুপ্রেরণার বাতিঘর, যেখানে প্রতিটি উদ্যোক্তার গল্প হয়ে ওঠে নতুন আলো ছড়ানোর দৃষ্টান্ত।
মন্তব্য করুন