মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

উচ্ছেদের ৩ দিন পরেই ধলেশ্বরীর পাড়ে আবারও স্থাপনা

উচ্ছেদের পর ধলেশ্বরীর পাড় ঘেঁষে আবারও গড়ে উঠছে জ্বালানি তেলের দোকান। ছবি : কালবেলা
উচ্ছেদের পর ধলেশ্বরীর পাড় ঘেঁষে আবারও গড়ে উঠছে জ্বালানি তেলের দোকান। ছবি : কালবেলা

আমাদের প্রাণ ও প্রকৃতির সঙ্গে মিশে আছে নদনদী। নদীর উপকারিতা অনন্য। তপ্ত রৌদ্রে একটু প্রশান্তির আশায় মুন্সীগঞ্জবাসী ছুটে আসেন ধলেশ্বরীর পাড়ে। দীর্ঘ বছর যাবৎ প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের নদীর পাড়টি ছিল স্থানীয় অবৈধ ব্যবসায়ীদের দখলে। সর্বশেষ গত তিন দিন আগে বিআইডব্লিউটিএ নদীর সীমানা নির্ধারণ করে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়। এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ স্থায়ী আবাসনও ভাঙা পড়ে। তবে হাটলক্ষ্মীগঞ্জ সীমানাধীন ধলেশ্বরীর পাড়ে আবার দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে।

সরেজমিন শনিবার (২৯ জন) রাতে সেই স্থানে গিয়ে দেখা যায়, ধলেশ্বরীর পাড়ঘেঁষে পুনরায় তৈরি করা হচ্ছে একটি জ্বালানি তেলের দোকান। পূর্বে এই দোকানটি টিন-কাঠের থাকলেও এখন তা তৈরি করা হচ্ছে ইট-সিমেন্টের প্রাচীর দিয়ে।

তবে অভিযোগ অস্বীকার করে দোকান মালিকপক্ষ জানান তারা লিজ নিয়েছে বিআইডব্লিউটএর কাছ থেকে।

দর্শনার্থী পলাশ দাস বলেন, নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করাতে জায়গাটা অনেক সুন্দর লাগছে। খোলামেলা পরিবেশ, আসলেই আমাদের প্রাণের জায়গা এই ধলেশ্বরী নদীর পাড়। তবে আজ দেখেছি এখানে একটি দোকান তৈরি করা হচ্ছে। এই দোকানটা যেন একটি বিষফোড়া। চারদিকে খোলামেলা মাঝখানে একটা স্থাপনা, এটা মানা যায় না। অবিলম্বে কর্তৃপক্ষের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন বলেন, দুই দিন যেতে না যেতেই আবার ধলেশ্বরীর পাড় দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে। এটা আসলেই দুঃখজনক। আজ এই দোকানটা তৈরি হলে, পর্যায়ক্রমে অন্যান্য দোকানগুলোও তৈরি হয়ে যাবে। এর মানে আবারও সেই দখল।

তিনি আরও বলেন, বেশকিছু দিন আগে মেঘনা নদীর পাড়েও বিআইডব্লিউটিএ অবৈধ স্থাপন উচ্ছেদ করে। তারপর যেই অবস্থা সেই। কয়েক দিন যেতে না যেতেই আবার প্রতিষ্ঠানগুলো পূর্বের চিত্রে ফিরে আসে।

বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ উপপরিচালক মো. মোবারক হোসেন মজুমদার বলেন, আমরা তাদের কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলেছি। তাদের কী আছে, কতটুকু আছে এবং নতুন করে লাইসেন্স দেওয়া যায় কিনা তা বিবেচনা করা হবে। কিন্তু ওনারা আমাদের নির্দেশনা না মেনে কাজ করলে তা অবৈধ। আগামীকাল আমাদের কর্মকর্তারা ভিজিট করবে। তারপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানটির মালিক মো. শাহাজালাল মিয়ার শ্যালক মো. আফসু বলেন, আমার দুলাভাই অন্ততপক্ষে ১০ বছর আগে এই জায়গা বিআইডব্লিউটিএর কাছ থেকে লিজ নিয়েছে। কয়েক দিন আগে উচ্ছেদ অভিযানে অন্যান্য দোকান ভাঙার সময় এই তেলের দোকানটিও ভেঙে যায়। তাই আবার নতুন করে দোকানটি নির্মাণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যোগদান করেই যে নির্দেশনা দিলেন চট্টগ্রামের নতুন এসপি

মামলার বিষয়ে শিশির মনিরের প্রতিক্রিয়া

বাংলাদেশে সৎ নেতার অভাব : এটিএম আজহার

কবরে মিলল বস্তাভর্তি একনলা বন্দুক-পাইপগান

জনগণের আমানত মনে করে সেতুর কাজ করতে হবে : উপদেষ্টা সাখাওয়াত

ইংল্যান্ডের হারের পেছনে ম্যাককালামের অদ্ভুত অজুহাত

দেশের মানুষের বিপদে বেগম খালেদা জিয়া সবসময় পাশে দাঁড়িয়েছেন : মিনু

চাঁদাবাজির মামলায় নওরোজ সম্পাদক দুররানী কারাগারে

নির্বাচনে যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে : মান্না

মুক্তিযোদ্ধা দম্পতির খুনিদের দ্রুত শাস্তির দাবি এটিএম আজহারের

১০

কর্মকর্তা-কর্মচারীদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান চসিক মেয়রের

১১

জব্দ সার অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ

১২

বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে : আমীর খসরু

১৩

আবারও দেশসেরা ক্রেডিট রেটিংয়ে ব্র্যাক ব্যাংক

১৪

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

রংপুরে সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় ঐক্য পরিষদের উদ্বেগ

১৬

সন্ত্রাস-চাঁদাবাজ মাদকের সাথে কোনো আপোষ নেই : মির্জা আব্বাস

১৭

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ

১৮

সিডনিতে বাংলাদেশ ডেমোক্রেসি সামিট / তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

১৯

গ্যাবায় স্মিথ ও জোফরা আর্চারের মধ্যে কী হয়েছিল?

২০
X