সিলেটে ফের ২০ লাখ টাকার ট্রাকভর্তি ভারতীয় চিনি আটক করেছে পুলিশ। এ ঘটনায় চিনি চোরাকারবারি সাহেল মোল্লা (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমার দক্ষিণ নৈকাই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় চোরাই চিনি ভর্তি ট্রাক ও ৩৩৪ বস্তা চিনি জব্দ করা হয়।
গ্রেপ্তার সাহেল মোল্লা সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, আমাদের অভিযানে ভারতীয় চোরাই চিনি ভর্তি একটি ট্রাক আটক করা হয়। এ সময় ট্রাক থেকে ৩৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ২০ লাখ ৪ হাজার টাকা।
তিনি বলেন, চোরাকারবারিদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে সাহেল মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন