ফরিদপুরের বৈষম্যমূলক কোটা পুনর্বহালের রায় বাতিল এবং সরকারি চাকরির সকল গ্রেডে কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা অবরোধ’ কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একদফা দাবি আদায়ে সড়কে অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করে।
বুধবার (১০ জুলাই) ১১টা থেকে ফরিদপুর শহরের মুজিব সড়কের সুপার মার্কেটের সামনে সড়কে যান চলাচল থামিয়ে অবরোধ শুরু করে তারা।
পরে পুলিশের সঙ্গে সমঝোতা শেষে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। অবরোধকালে শহরের বিভিন্ন সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। এতে প্রতিটি সড়কে চলাচলকারী যানবাহনসহ ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের শিক্ষার্থী মো. আশরাফ শেখের সভাপতিত্বে ফরিদপুর শহরস্থ সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে ফরিদপুর পৌর সুপার মার্কেটের সামনের রাস্তা পর্যন্ত দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এ বাংলা অবরোধ ‘Bangla Block’ পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতু, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য মো. আরাফাত, রাজেন্দ্র কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী জনি বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যুষ কর্মকার, হাবিবুর রহমান ফাহিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আকাশ দাশসহ স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় বৈষম্যমূলক কোটা ব্যবস্থা পুনর্বহালের রায় বাতিল ও সরকারি চাকরির সকল গ্রেডে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানান। তারা বলেন, আমরা সরকারি চাকরিতে সমস্ত প্রকার কোটা বাতিলের দাবি জানাচ্ছি না। আমাদের দাবি বিদ্যমান।
মন্তব্য করুন